ঢাকা মঙ্গলবার, এপ্রিল ৩০, ২০২৪
রাজবাড়ী গোয়েন্দা শাখার অভিযানে রাধাকান্তপুরে ১৩জন জুয়াড়ী আটক
  • মীর সামসুজ্জামান সৌরভ
  • ২০২৪-০৪-১৬ ১৫:৪৩:৩০

রাজবাড়ী সদর উপজেলার রাধাকান্তপুর গ্রামে অভিযান চালিয়ে নগদ ৯ হাজার ৪১৫ টাকাসহ ১৩ জুয়াড়ীকে আটক করেছে রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখা(ডিবি)। 
 গতকাল ১৬ই এপ্রিল দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন ডিবি’র ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ মনিরুজ্জামান খান।
 গত ১৫ই এপ্রিল রাত পৌনে ১১টার দিকে তাদের আটক করা হয়।
 আটককৃতরা হলো- সদর উপজেলার রাধাকান্তপুর গ্রামের মৃত ছাকেন সরদারের ছেলে মোঃ মিনু সরদার(৪৫), মৃত ছাবেদ সরদারের ছেলে বিল্লাল সরদার(৪২), মৃত আজাহার বিশ্বাসের ছেলে আবেদ বিশ্বাস(৫০), মৃত আয়েজদ্দীনের ছেলে শামছুল আলম(৬০), মৃত মোনতাজ উদ্দিন মিয়ার ছেলে আজিজুল মিয়া(৭২), কেরামত বেপারীর ছেলে মোঃ রাসেল বেপারী(৩২), জিল্লাল সরদারের ছেলে মোঃ জিহাদ সরদার(১৭), মোঃ ফজলু সরদারের ছেলে মোঃ বিপ্লব সরদার(১৯), শাহজাহান সরদারের ছেলে মোঃ সজিব সরদার(২৬), মৃত নুর আলী সরদারের ছেলে মোঃ আতিয়ার সরদার(৪৬), মসলেম সরদারের ছেলে রহিম সরদার তৌহিদ(২৬), আজগর সরদারের ছেলে আশরাফ আহাম্মেদ জয়(৩৫) ও অম্বার আলী মোল্লার ছেলে রাজু মোল্লা(৩৫)।
 রাজবাড়ী গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ মনিরুজ্জামান খান জানান, গত ১৫ই এপ্রিল রাতে উল্লেখিতরা রাধাকান্তপুর গ্রামের মিনু সরদার ও রাজু মোল্লার চায়ের দোকানে বসে জুয়া খেল ছিলো। গোপন সংবাদে এমন তথ্য পেয়ে রাত পৌনে ১১ টার দিকে জেলা পুলিশের গোয়েন্দা শাখার এসআই মিলন চন্দ্র বর্মনের নেতৃত্বে একটি টিম সেখানে অভিযান চালায়। অভিযানে জুয়া খেলার নগদ ৯ হাজার ৪১৫ টাকা এবং অনলাইনে জুয়া খেলার কাজে ব্যবহৃত ৮টি মোবাইল ফোন ও এক বান্ডিল জুয়া খেলার তাস, জুয়ার খেলার ২টি হিসাব খাতাসহ তাদেরকে আটক করা হয়।
 এ বিষয়ে রাজবাড়ী সদর থানায় জুয়া আইনে মামলা করা হয়েছে। 

রাজবাড়ীতে জাতীয় আইনগত সহায়তা দিবসে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা
রাজবাড়ী সফরে নির্বাচন কমিশনার মোঃ আলমগীর
রাজবাড়ী জেলা প্রশাসক কার্যালয়ে রাজস্ব সম্মেলনসহ কয়েকটি সভা
সর্বশেষ সংবাদ