ঢাকা বৃহস্পতিবার, এপ্রিল ১০, ২০২৫
রাজবাড়ী জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৪-০৫-১২ ১৬:১৬:৪৫

রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে গতকাল ১২ই মে সকাল ১০টায় কালেক্টরেটের সম্মেলন কক্ষে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। 

 জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু কায়সার খানের সভাপতিত্বে সভায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির উপদেষ্টা রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও তথ্য সম্প্রচার মন্ত্রনালায় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব কাজী কেরামত আলী, জেলা পরিষদের চেয়ারম্যান একেএম শফিকুল মোরশেদ আরুজ, পুলিশ সুপার জি.এম আবুল কালাম আজাদ পিপিএম-সেবা, সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইব্রাহিম টিটন, পৌরসভা মেয়র মোঃ আলমগীর শেখ তিতু, আওয়ামী লীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আজমীর হোসেন,কৃষি বিপনন কর্মকর্তা মোঃ আকমল হোসেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ কাজী রকিবুল হাসান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক আবু আব্দুল্লাহ জাহিদ ও রাজবাড়ী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি মোঃ জাকির হোসেন প্রমূখ বক্তব্য রাখেন।

 রাজবাড়ীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রটে মোছাঃ মোরশেদা খাতুনের সঞ্চলনায় অনুষ্ঠানে রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ রবিউল আলম, গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্র, বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার মোঃ রফিকুল ইসলাম, কালুখালী উপজেলা নির্বাহী অফিসার মহুয়া আফরোজ, জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক রুবাইয়াত মোঃ ফেরদৌস, জেল সুপার মোঃ আব্দুর রহিম, জেলা শিক্ষা অফিসার মোঃ হাবিবুর রহমান, ওজোপাডিকো রাজবাড়ীর নির্বাহী প্রকৌশলী মোঃ মামুন-অর-রশিদ, রাজবাড়ী আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মোঃ আবজাউল আলম, রাজবাড়ী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমরেশ চন্দ্র সরকার, নারী নেত্রী দেবাহুতী চক্রবর্তী, জেলা কালচারাল অফিসার পার্থ প্রতিম দাস, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক স্বপন কুমার দাসসহ বিভিন্ন সরকারী দপ্তরের দপ্তর প্রধান ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 সভায় রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব কাজী কেরামত আলী জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তুষ্ট প্রকাশ করেন। জেলার রাস্তা ঘাট, সড়ক নির্মাণ ও সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। এছাড়াও ২য় ধাপের উপজেলা পরিষদের নির্বাচনে ভোটাররা যাতে সুষ্ঠু ভাবে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে সে ব্যাপারে আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি দৃষ্টি আকর্ষণ করেন।

 সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক আবু কায়সার খান বলেন, বর্তমানে রাজবাড়ী জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো রয়েছে। জেলা আইন-শৃঙ্খলা কমিটি জেলার আইন-শৃঙ্খলা সংশ্লিষ্ট বিষয় নিয়ে সিদ্ধান্ত গ্রহণের সর্বোচ্চ কমিটি। কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে আইন-শৃঙ্খলা কমিটিতে যেসব সিদ্ধান্ত গ্রহণ করা হয় সংশ্লিষ্ট বিভাগ সেটা সমাধানের উদ্যোগ গ্রহণ করছে না। সেগুলো অবশ্যই বাস্তবায়ন করতে হবে।

 জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা শেষে জেলা সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কমিটি, জেলা চোরাচালান প্রতিরোধ সমন্বয় কমিটি, জেলা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটি, জেলা বাল্য বিবাহ প্রতিরোধ কমিটির সভা, জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটি ও জেলা সড়ক নিরাপত্তা কমিটির সভাসহ অন্যান্য কমিটির সভা অনুষ্ঠিত হয়। 

 

আজ থেকে এসএসসি-সমমান পরীক্ষা শুরু॥রাজবাড়ী জেলায় পরীক্ষার্থী ১৪৪৩০ জন
রাজবাড়ীতে অটোর পার্কিং ফি ১০ টাকা ও প্লেট নম্বরের দাবীতে বিক্ষোভ মিছিল॥স্মারক লিপি পেশ
রাজবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতি পরিদর্শনে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান
সর্বশেষ সংবাদ