রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের কামালদিয়া ব্রিজ এলাকায় গতকাল ১৩ই মে দুপুরে ড্রাম ট্রাকের সাথে মোটর সাইকেলের সংঘর্ষে মোঃ পারভেজ(৩৫) নামের এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে।
নিহত পারভেজ রাজবাড়ী পৌরসভার ৪নং ওয়ার্ডের ১নম্বর বেড়াডাঙ্গা গ্রামের আবু বক্কারের ছেলে।
আহলাদীপুর হাইওয়ে থানার উপ-পরিদর্শক(এসআই) মোঃ মাহামুদুন বলেন, মোটর সাইকেল আরোহী পারভেজ আহলাদীপুর থেকে রাজবাড়ী শহরের দিকে যাচ্ছিলো। পথে আলীপুর ইউনিয়নের কামালদিয়া ব্রীজ এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা ড্রাম ট্রাক তাকে চাপা দেয়। এ সময় স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে আসে। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে ঢাকায় রেফার করা হয়। ঢাকাতে নেওয়ার পথে বিকাল সাড়ে ৩টার দিকে তার মৃত্যু হয়।
তিনি আরও বলেন, ঘটনার পরপরই ট্রাকটি নিয়ে পালিয়ে যায় চালক। ট্রাক চালককে আটকের চেষ্টা অব্যহত রয়েছে।