রাজবাড়ী সদর উপজেলার পাঁচুরিয়া ইউনিয়ন পরিষদে আগামী ২০২৪-২০২৫ অর্থ বছরের উন্মুক্ত বাজেট সভা গতকাল ২৮শে মে দুপুরে পরিষদের হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান রতন। সভা সঞ্চালনা করেন ইউপি সচিব মোঃ আতিকুর রহমান। সভায় পরিষদের সকল সদস্যসহ এলাকার গণ্যমান্য ও আপামর জনসাধারণ উপস্থিত ছিলেন।
সভায় ২০২৪-২০২৫ অর্থ বছরের জন্য সর্বমোট ১ কোটি ২০লক্ষ ৬৯হাজার ৫৬৮ টাকার বাজেট ঘোষণা করা হয়। এর মধ্যে রাজস্ব আয় ৩৪ লক্ষ ৩৩হাজার ৫৬৮ টাকা ও উন্নয়ন খাতে ৮৬লক্ষ ৩৬হাজার টাকা আয় ধরা হয়েছে। তবে এবারের বাজেটে গত অর্থ বছরের চেয়ে কোন প্রকার বাড়তি কর আরোপ করা হয়নি।