ঢাকা শনিবার, মে ১০, ২০২৫
বালিয়াকান্দিতে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার বিদায় সংবর্ধনা ও বরণ অনুষ্ঠান
  • তনু সিকদার সবুজ
  • ২০২৪-০৭-১৩ ১৫:১৫:৫৮

রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ মুক্তাদি আরেফিনের বিদায় সংবর্ধনা ও নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ডাঃ ফারুক হোসেনের বরণ অনুষ্ঠান গতকাল ১৩ই জুলাই দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়।

 উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এহসানুল হাকিম।

 উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ডাঃ মোঃ ফারুক হোসেনের সভাপতিত্বে ও মেডিকেল অফিসার ডাঃ সজল সোমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালক ডাঃ মোঃ শাফিন জব্বার প্রমুখ বক্তব্য রাখেন। অন্যান্যদের মধ্যে বিদায়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ মোক্তাদি আরেফিন বক্তব্য রাখেন।

 আলোচনা সভা শেষে বিদায়ী ও নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদেরকে ফুল ও ক্রেস্ট দিয়ে বিদায় ও বরণ করা হয়।

 

রাজবাড়ীতে মডেল ঘরে পেঁয়াজ সংরক্ষণের সুফল পাচ্ছে কৃষকরা
কালুখালীতে বিএনপি নেতাকে ফাঁসানো হলো আওয়ামী লীগের লিফলেট বিতরণের মামলায়
বালিয়াকান্দিতে মহানাম সংকীর্তন পরিদর্শনে বিএনপি নেতা হারুন
সর্বশেষ সংবাদ