আওয়ামী লীগ সরকারের পতনের পর উদ্ভূত পরিস্থিতিতে রাজবাড়ী শহরের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার অংশ হিসেবে পৌরসভার ১, ২, ৩নং ওয়ার্ডের হিন্দু সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় করেছে বিএনপির নেতারা।
গতকাল ১৩ই আগস্ট বিকেলে শহরের বিনোদপুর ৩নং ওয়ার্ডের ভাজনচালার তেঁতুলতলায় এ সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় জেলা বিএনপি’র সাবেক সদস্য-সচিব অধ্যক্ষ এবিএম মঞ্জুরুল আলম দুলালের সভাপতিত্বে জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক গাজী আহসান হাবিব, যুগ্ম-আহবায়ক আকমল হোসেন, সাবেক যুগ্ম-আহবায়ক ও জেলা বিএনপির বর্তমান কমিটির সদস্য এ. মজিদ বিশ্বাস, জেলা কৃষক দলের আহবায়ক আইয়ুবুর রহমান, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোবাইদুল ইসলাম মিরাজ, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ আলম, জেলা যুবদলের সহ-সভাপতি মনিরুজ্জামান মনি, সদর উপজেলা যুবদলের আহবায়ক ও পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল্লাহ আল মামুন সম্রাট, বিএনপি নেতা খলিল মন্ডল, রাজবাড়ী জেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি ও ১,২,৩ নং ওয়ার্ড কাউন্সিলর ফারজানা ইয়াসমিন ডেইজি, পৌরসভার ৩নং ওয়ার্ডের সভাপতি সালাম, ১নং ওয়ার্ডের সভাপতি ইদ্দিস, যুবদলের সাবেক সহ-সভাপতি আব্দুল খালেক, পৌর যুবদলের সদস্য সচিব গোলাম মহিউদ্দিন আহমেদ গিটার, বাবু অধিকারী, গোবিন্দ সরকার, রাধা গোবিন্দ জিউ-র মন্দিরের সাধারণ সম্পাদক গোপাল চন্দ্র সাহা প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, ‘হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান সকলেই এদেশের নাগরিক। তাদের জানমালের নিরাপত্তার দায়িত্ব আমাদের প্রত্যেকের। আমাদের বড় পরিচয় আমরা সবাই এদেশের মানুষ। সব ধর্মের মানুষ সবাই মিলেমিশে বাংলাদেশে বসবাস করবো। আমাদের নেতা আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের নেতৃত্বে আমরা মাঠে কাজ করে যাচ্ছি। বর্তমান চলমান পরিস্থিতি ঘোলাটে করার জন্য এখনো আওয়ামী লীগের সন্ত্রাসীরা বিভিন্ন স্থানে হিন্দু ভাইদের ওপর হামলা ভাংচুর চালাচ্ছে। বিএনপি কখনো এমন করতে পারে না। যদি কেউ এই সুযোগে চাঁদাবাজি করতে যায়, বাড়ী-ঘড়, মন্দিরে ভাংচুর করতে যায় তাহলে ধরে বেঁধে রাখবেন। সে যেই হোক। তারপর আমাদের নেতাকর্মীদের খবর দিবেন। অনেকে আবার বিভিন্ন গুজবও ছড়াচ্ছে। সেগুলোতে কান দিবেন না।