ছাত্র জনতার গণঅভ্যুত্থানে স্বৈরাচারী সরকার পতন হওয়ায় রাজবাড়ীতে বিজয় মিছিল ও মোটর সাইকেল শোডাউন করেছে ভিপি নূরের দল গণ অধিকার পরিষদ জেলা শাখার নেতাকর্মীরা।
গতকাল ১৭ই আগস্ট বেলা ১১টায় রাজবাড়ী শহরের বীর মুক্তিযোদ্ধা শহীদ খুশি রেলওয়ে মাঠ থেকে মোটর সাইকেল নিয়ে বিজয় মিছিলটি বের হয়।
বিজয় মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাজবাড়ী ১নং রেলগেটের শহীদ স্মৃতি ফলকে এসে ছাত্র আন্দোলনে নিহত শহীদদের স্মরণে দোয়া করা হয়। পরে তারা জেলার ৫টি উপজেলাতে শতাধিক মোটর সাইকেল নিয়ে বিজয় মিছিল করে।
গণ অধিকার পরিষদ রাজবাড়ী জেলা শাখার সদস্য সচিব মোঃ রবিউল আজম বলেন, কোটা সংস্কার আন্দোলনের তোপের মুখে পড়ে গত ৫ই আগস্ট স্বৈরশাসক শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যায়। এ সময় অনেক এমপি মন্ত্রীরাও ভয়ে পালিয়ে যায়। ছাত্র জনতার গণঅভ্যুত্থান ও তাদের বুকের তাজা রক্তের বিনিময়ে দেশ আবার নতুন করে স্বাধীন হয়েছে, স্বৈরাচার মুক্ত হয়েছে। তাই আমরা মোটর সাইকেল নিয়ে রাজবাড়ী জেলার সকল উপজেলায় বিজয় মিছিল করছি।
তিনি আরও বলেন, দেশ স্বাধীনের জন্য যারা জীবন দিয়েছে তাদেরকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। তাদেরকে যারা নির্বিচারে গুলি করে হত্যা করেছে সেই স্বৈরশাসক খুনি হাসিনার বিচার চাই। তাকেসহ তার দোসরদের দেশে ফিরিয়ে এনে ফাঁসির দাবী জানাচ্ছি।