রাজবাড়ী সদর উপজেলার শহীদ ওহাবপুর ইউনিয়নের ধুলদীজয়পুর গ্রামে গত ২০শে আগস্ট দিনগত গভীর রাতে বিষ প্রয়োগ করে আওয়ামী লীগ নেতা শাহীন খানের পুকুরের ৫ লক্ষাধিক টাকা পোনা মাছ ক্ষতি সাধন করেছে দুর্বৃত্তরা।
ক্ষতিগ্রস্ত শহীদ ওহাবপুর ইউনিয়নের আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহীন খান জানান, চিহ্নিত সন্ত্রাসীরা রাতের আঁধারে তার পুকুরে বিষ প্রয়োগ করে। গতকাল ২১শে আগস্ট সকালে নছি, কাতল, মৃগেল, বাটা প্রভৃতি মাছ মরে ভেসে ওঠে। এ ব্যাপারে তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।