রাজবাড়ীতে ৩২তম পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন মোছাঃ শামিমা পারভীন। গতকাল ৮ই সেপ্টেম্বর সকালে বিদায়ী পুলিশ সুপার জি.এম আবুল কালাম আজাদের কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করেন তিনি।
নবাগত পুলিশ সুপার মোছাঃ শামিমা পারভীন রাজবাড়ীতে যোগদানের পূর্বে রংপুর পুলিশ ট্রেনিং সেন্টারের পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন।
গত ৩রা সেপ্টেম্বর রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব মোঃ মাহাবুর রহমান শেখ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাকে রংপুর পুলিশ ট্রেনিং সেন্টারের পুলিশ সুপার থেকে রাজবাড়ীতে বদলি করা হয়।
জানা যায়, রাজবাড়ীর নতুন পুলিশ সুপার মোছাঃ শামিমা পারভীন ২০০৬ সালে ২৫তম বিসিএস এর মাধ্যমে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করে চাকরি জীবন শুরু করেন। এরপর তিনি সুনামের সাথে পুলিশের বিভিন্ন পদে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন।
দায়িত্ব গ্রহণের পর পুলিশ সুপার মোছাঃ শামিমা পারভীন জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে কর্মকর্তাদের অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনে দিক নির্দেশনা প্রদান এবং জেলার সকল মানুষের সহযোগিতা কামনা করেন।