বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার ওপর হামলার অভিযোগে দায়েরকৃত মামলায় র্যাব কর্তৃক গ্রেফতারকৃত রাজবাড়ী পৌরসভার সাবেক মেয়র মোঃ আলমগীর শেখ তিতু (৪২)কে কারাগারে পাঠিয়েছে আদালত।
গতকাল ২৬শে সেপ্টেম্বর দুপুর ১২টার দিকে সাবেক মেয়র মোঃ আলমগীর শেখ তিতুকে থানা পুলিশ রাজবাড়ীর ১নং আমলী আদালতে সোপর্দ করলে আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ সুমন হোসেন তার জামিনের আবেদন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর আদেশ প্রদান করেন।
এর আগে গত ২৫শে সেপ্টেম্বর রাত ৮টার দিকে র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহযোগিতায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজা এলাকায় অভিযান চালিয়ে র্যাব-১০ এর একটি টিম সাবেক মেয়র মোঃ আলমগীর শেখ তিতুকে গ্রেপ্তার করে। এরপর রাত আড়াটার দিকে তাকে রাজবাড়ী থানার কাছে হস্তান্তর করে র্যাব।
গতকাল ২৬শে সেপ্টেম্বর সকালে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে র্যাব-১০ ফরিদপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার কে এম শাইখ আকতার বিষয়টি নিশ্চিত করে বলেন, রাজিব মোল্লার দায়ের করা মামলায় ৭নম্বর আসামী সাবেক মেয়র আলমগীর শেখ তিতু।
গ্রেফতারকৃত সাবেক মেয়র মোঃ আলমগীর শেখ তিতু রাজবাড়ী পৌরসভার ৪নং ওয়ার্ডের ২নং বেড়াডাঙ্গা এলাকার মৃত আব্দুল গণি শেখের ছেলে। আওয়ামী লীগের রাজনীতির যুক্ত থাকলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মেয়র পদে নির্বাচন করায় তিনি আওয়ামী লীগ থেকে বহিষ্কার হয়েছিলেন। মেয়র নির্বাচনের আগে তিনি রাজবাড়ী পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন।
জানা গেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী, তার বড় ভাই রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি কাজী কেরামত আলী, পৌরসভার সাবেক ২জন মেয়র, সাবেক জেলা জজ, উপজেলা ও ইউপি চেয়ারম্যান এবং জেলা পরিষদের সদস্যসহ ১৭০ জন আওয়ামী লীগের নেতাকর্মীর নাম উল্লেখ পূর্বক অজ্ঞাত আরো ৩০০ জনকে আসামী করে গত ৩০শে আগস্ট রাজবাড়ী সরকারী কলেজের অনার্স শেষ বর্ষের শিক্ষার্থী ও সদর উপজেলার মাটিপাড়ার কাউরিয়া গ্রামের মৃত আব্দুর রাজ্জাক মোল্লার ছেলে রাজিব মোল্লা(২৪) বাদী হয়ে মামলাটি দায়ের করে। রাজবাড়ী থানার মামলা নং-১৪, তাং-৩০/০৮/২০২৪ইং, ধারাঃ ১৪৩/১৪৮/৩৪১/৩০৭/৩২৫/১১৪/৩৪ পেনাল কোড ও তৎসহ ১৯০৮ সালের বিস্ফোরক আইনের ৩/৬ ধারা। থানার উপ-পরিদর্শক(এস.আই) মোঃ আবুল কালাম আজাদ মামলাটির তদন্ত করছেন।
মামলা সূত্রে জানা গেছে, মামলার বাদী রাজিব মোল্লা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সক্রিয় কর্মী। সারা বাংলাদেশের ন্যায় রাজবাড়ীতেও কোটা সংস্কার আন্দোলনকে নৎসাত করার জন্য আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ষড়যন্ত্রে লিপ্ত হয়। গত ১৮ই জুলাই বিকাল ৩টার দিকে কোটা সংস্কার আন্দোলনের জন্য বৈষম্য বিরোধী ছাত্র, অভিভাবক ও শিক্ষকরা রাজবাড়ী শহরের বড়পুল মোড়ে অবস্থান নেয়। এ সময় বিকাল ৩টা ৪০মিনিটে পূর্ব পরিকল্পনা মাফিক উল্লেখিত মামলার এজাহারনামীয় আসামীরা দেশীয় অস্ত্র, আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ নিয়ে অতর্কিতভাবে আন্দোলনকারীদের ওপর হামলা চালায়। এ সময় সাবেক সংসদ সদস্য কাজী কেরামত আলীর নির্দেশে আসামীরা আন্দোলনকারীদের হত্যার উদ্দেশ্য বোমা নিক্ষেপ করে ও আগ্নেয়াস্ত্র দিয়ে আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি করে তাদের ছত্রভঙ্গ করে দেয় এবং আন্দোলনকারীদের বেধরক মারপিট করে গুরুতর জখম করে। এমনকি আহতদের হাসপাতালে চিকিৎসা হতে দেয়নি তারা। তাদের আক্রমণে সোনিয়া আক্তার স্মৃতি, নুরুন্নবী, আশিক ইসলাম অভি, রাজিব মোল্লা, মেহেরাব, আলতাফ মাহমুদ সাগর, উৎস সরকার, রিয়াজসহ অসংখ্য আন্দোলনকারীরা আহত হয়।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাহমুদুর রহমান বলেন, গত ২৫শে সেপ্টেম্বর দিনগত রাত আড়াটার দিকে র্যাব-১০ ফরিদপুর ক্যাম্প থেকে সাবেক পৌর মেয়র আলমগীর শেখ তিতুকে আমাদের থানার কাছে হস্তান্তর করে। গতকাল ২৬শে সেপ্টেম্বর সকালে তাকে আদালতে পাঠানো হয়। আদালতের বিচারক তার জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে।
এদিকে গতকাল বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে নেওয়ার সময় আদালত চত্বরে তার সমর্থকেরা মিথ্যা ও ভুয়া মামলা বলে বিভিন্ন শ্লোগান দেয়।
উল্লেখ্য, আলোচিত এ মামলায় প্রথম গ্রেফতার হলেন সাবেক মেয়র আলমগীর শেখ তিতু। আদালতে নেওয়ার সময় সাবেক মেয়র আলমগীর শেখ তিতু সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, তাকে হয়রানীমূলক ভাবে এ মামলায় আসামী করা হয়েছে। তিনি ঘটনার সাথে জড়িত নয় বলে দাবী করেন।