বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল, ফরিদপুর অঞ্চলের পরিচালক ও সাবেক সংসদ সদস্য এ.এইচ.এম হামিদুর রহমান আযাদ বলেছেন, বিগত সাড়ে ১৫ বছরে আওয়ামী লীগ সরকারের আমলে তিন তিনটি নির্বাচন হয়েছে। সেই নির্বাচনগুলো নির্বাচন নয়, যেনো নির্বাচনের নামে প্রহসন হয়েছে। গত সাড়ে ১৫ বছর দেশে আওয়ামী দুঃশাসন কায়েম ছিলো। এই শাসন ব্যবস্থার অধীনে বাংলাদেশ একটি জাহান্নামের রাষ্ট্রে পরিণত হয়েছিল। মানুষ জুলুম নির্যাতনের শিকার হয়ে অধিকার হারা জাতিতে পরিণত হয়েছিল।
গতকাল ২৭শে সেপ্টেম্বর বিকেলে রাজবাড়ী শহরের পৌর কমিউনিটি সেন্টারে রাজবাড়ী পৌর ও সদর উপজেলা জামায়াতের আয়োজনে কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জামায়াতের সহকারী সেক্রেটারী জেনারেল এ.এইচ.এম হামিদুর রহমান আযাদ বলেন, আজ দ্বিতীয় স্বাধীনতার মাধ্যমে বাংলাদেশ মুক্ত হয়েছে। রাজবাড়ী মুক্ত হয়েছে। দেশের জনগণ মুক্ত হয়েছে। মানুষ কথাবলার অধিকার ফিরে পেয়েছে। নিরাপদে বসবাসের সুযোগ লাভ করেছে। মানুষ নিরাপদে পথচলা শুরু করেছে। নতুন বাংলাদেশের যাত্রা শুরু হয়েছে। বাংলাদেশের নবযাত্রা শুরু হয়েছে শহীদদের আত্মত্যাগের মধ্য দিয়ে। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। নতুন বাংলাদেশের এই গতিপথ কেউ রুখতে পারবেনা।
তিনি বলেন, গত সাড়ে ১৫ বছর দেশে কোন গণতন্ত্র ছিল না। এই সময় মানুষের অধিকার হরণ হয়েছে। ওই সময় কোন সুশাসন ছিলনা। মানবাধিকার ছিলনা। মানুষের মৌলিক অধিকার ছিলনা। বাকস্বাধীনতা ছিলনা। আওয়ামী লীগ বাংলাদেশের মানুষকে নাগরিকের মর্যাদা দিতে পারে নাই। বাংলাদেশের মানুষকে মনুষ্যত্বের মর্যাদা দিতে পারে নাই। দলীয় নেতাকর্মীরা ছাড়া কারো কোন অধিকার ছিল না। তারা মানুষের ভোটাধিকার হরণ করেছিলো। ২০১৪ সালের নির্বাচনের সময় সকল দলের দাবী ছিল তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। এই তত্ত্বাবধায়ক সরকারের জন্য আওয়ামী লীগ ১৭৩ দিন হরতাল করেছিলো। সে সময় আওয়ামী লীগ সরকার বলেছিলো গণতন্ত্রের জন্য, সুষ্ঠু নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকারের বিকল্প নেই। কিন্তু আওয়ামী লীগ যখন ২০০৯ সালে সরকার গঠন করলো তারা বুঝতে পেরেছিলো তাদের দুঃশাসনের কারণে দেশের জনগণ তাদের ভোট দিবে না। তখন তারা জনপ্রিয়তা হারিয়েছে। তারা ক্ষমতায় টিকে থাকার জন্য ২০১৩ সালে সংসদে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা হয়েছিলো। আমরা সেদিন সংসদ বয়কট করেছিলাম। আমরা নির্বাচনের বয়কটের ডাক দিয়েছিলাম। জনগণ আমাদের ডাকে সাড়া দিয়ে প্রহসনের নির্বাচন বর্জন করেছিলো। সে সময় ভোট দিতে গিয়েছিল কুকুর, বিড়াল। আপনারা সেটা মিডিয়াতে দেখেছেন। কোন মানুষ ভোট দিতে যায় নাই। সেসময় তারা আরও ৫ বছর দুঃশাসন চালিয়েছিলো। ২০১৮ সালের নির্বাচন হয়েছিল নিউ মডেলের নির্বাচন। দিনের ভোট রাতে। চোর ডাকাতের কারবার করেছিলো ভোট চুরি ও ব্যালট চুরির মধ্যে দিয়ে। সর্বশেষ ২০২৪ সালের ৭ই জানুয়ারী এই সরকার চুরি ডাকাতির সর্বশেষ পর্যায়ে চলে গিয়েছিল তারা। মাত্র ৫ শতাংশ ভোট কাস্ট হয়েছিলো সেদিন। সরকার এটাকে আবার ইলেকশনের ডিজিটাল কারচুপির মাধ্যমে ৪০ শতাংশ বানিয়েছিলো। বাংলাদেশের ভোটাধিকার নিয়ে তামাশা জাতি এই প্রথম দেখেছে।
তিনি আরও বলেন, এই সরকার শুধু ভোটাধিকার হরণ করে নাই, এই বাংলাদেশের মানুষ অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে তাদেরকে বছরের পর বছর কারাগারে নির্যাতন করা হয়েছে। আয়না ঘর তৈরি করে তাদের গুম করে বন্দী করে তাদের মানবতার জীবন যাপনে বাধ্য করা হয়েছে। ওই সময় আমাদের নিরপরাধ নেতৃবৃন্দকে ফাঁসির কাষ্ঠে ঝুলানো হয়েছে। মিথ্যা বানোয়াট মামলা ও মিথ্যা সাক্ষী জোগাড় করে ফরমায়েশি রায়ের মাধ্যমে এই নিষ্পাপ মানুষ গুলোকে ফাঁসিতে ঝুলানো হয়েছে। মতিউর রহমান নিজামী, আলী আহসান মাহমুদ মুজাহিদ, আব্দুল কাদের মোল্লা, কামারুজ্জামান, মীর কাসেম আলী, গোলাম আযম জামায়াতের শীর্ষস্থানীয় নেতা ছিলেন। তাদেরকে আওয়ামী লীগ সরকার ফাঁসির কাষ্ঠে ঝুলিয়েছিলেন। আওয়ামী লীগ সরকারের আমলে সবচেয়ে নির্যাতিত, নিষ্পেষিত দল বাংলাদেশ জামায়াতে ইসলামী।
তিনি বলেন, গত ১৫ বছরের একজন প্রধানমন্ত্রী এবং ১৯৪৯ সাল থেকে আজকের এই সময় পর্যন্ত প্রায় শতাব্দীর কাছাকাছি সময়ের একটি প্রাচীন দলের নেত্রী এমন অসহায় ভাবে পালিয়ে গেলেন নেতাকর্মীদের কোন নির্দেশনা দিতে পারলেন না। আওয়ামী লীগ সরকারের আমলে উল্লেখযোগ্য চারটি হত্যাকান্ড হয়েছিলো। ২০০৯ সালের ২৫শে ফেব্রুয়ারী বিডিআর হত্যাকান্ড। সে সময় ৫৭ জন মেধাবী সামরিক অফিসারকে তারা মেরে ফেলে। প্রকৃত অর্থে এটা ছিল একটি গণহত্যা। ২০১৩ সালে শাপলা চত্বরে হেফাজতে ইসলাম জমায়েত হয়েছিলো। সে সময় শান্তিপূর্ণ সমাবেশে আওয়ামী লীগ সরকার হামলা চালিয়ে শাপলা চত্বরকে রক্তে রঞ্জিত করেছিল। শত শত মানুষকে খুন করা হয়েছে তাদের লাশ খুঁজে পাওয়া যায় নাই। এটিই ছিল পৃথিবীর ইতিহাসে একটি জঘন্যতম গণহত্যা। আওয়ামী লীগ সরকারের আমলে আরেকটি গণহত্যা হয়েছিল আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর ফাঁসির রায় ঘোষণার দিন। সেদিন সারা বাংলাদেশ উত্তপ্ত হয়েছিলো। সর্বশেষ গণহত্যা হয়েছে ২০২৪ এর জুলাই ও আগস্ট মাসে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে দমাতে ফ্যাসিস্ট সরকার পুলিশ বাহিনী, ছাত্রলীগ বাহিনী দিয়ে গণহত্যা চালিয়েছিলো আমরা সেটা দেখেছি। এই গণহত্যার পরেও ছাত্র-জনতা দমে যায়নি। তাদের আন্দোলনে ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে।
তিনি আরও বলেন, ফ্যাসিস্ট সরকারের পতন হলেও দেশ ষড়যন্ত্র থেকে এখনো মুক্ত হয়নি। এখনো ফ্যাসিবাদের প্রেতাত্মারা জায়গায় জায়গায় বসে আছে। তাই আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশকে পাহারা দিতে হবে। পাহারাদারের ভূমিকা পালন করতে হবে এবং ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যকে আরো সুদৃঢ়য় করতে হবে। আমাদেরকে আগামী দিনে এই বাংলাদেশকে গড়ে তুলতে হবে। যেই বাংলাদেশ হবে সম্প্রীতির বাংলাদেশ, সমৃদ্ধির বাংলাদেশ, যেই বাংলাদেশ হবে সৌহার্দ্যর বাংলাদেশ, যেই বাংলাদেশ হবে ভ্রাতৃত্ববোধের বাংলাদেশ। যেই বাংলাদেশ হবে শান্তির বাংলাদেশ। আমরা প্রমাণ করেছি ৫ তারিখের পরে তিনদিন সরকার ছিল না। আমাদের ভাইয়েরা মন্দির পাহারা দিয়েছে। কারণ আমরা বাংলাদেশের নাগরিক। আমাদের ভাইয়েরা থানা পুলিশকে পাহারা দিয়েছে। আমরা মনে করি অপরাধ করলে আইনের আওতায় এনে শাস্তি পাবে। আইন নিজের হাতে তুলে নেয়া যাবে না। যদি আপনি আইন নিজের হাতেই তুলে নেন তাহলে আপনার মধ্যে সেই আওয়ামী লীগের চরিত্রই থেকে যাবে। তাই জামায়াতী ইসলাম একটি আদর্শবান দল হিসেবে তার সেই দায়িত্ব পালন করছে। আমরা শহীদ পরিবারের দ্বারে দ্বারে গিয়েছি, নিহতদের প্রত্যেকে মাথাপিছু ২লক্ষ টাকা করে দিয়েছি। আহতদের চিকিৎসা ব্যবস্থা করেছি। বাংলাদেশের কোন মানুষ বিনা চিকিৎসায় থাকবে না, অনাহারে থাকবে না, বাংলাদেশের কোন মানুষ নিরাপত্তাহীন থাকবে না। এটাই জামায়াতে ইসলামের কর্মসূচী।
বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজবাড়ী সদরের আমীর মাওলানা সৈয়দ আহম্মেদ খানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ফরিদপুর অঞ্চল সহকারী মোঃ দেলোয়ার হুসাইন, কেন্দ্রীয় মজলিশের শুরা সদস্য ও ফরিদপুর আঞ্চলের টিম সদস্য অধ্যাপক আবদুত তাওয়াব ও জামায়াতে ইসলামী রাজবাড়ী জেলার আমীর এডঃ মোঃ নুরুল ইসলাম বক্তব্য রাখেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজবাড়ী পৌরসভার আমীর ডাঃ মোঃ হাফিজুর রহমানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে ফরিদপুর অঞ্চলের টিম সদস্য মোঃ সামসুল ইসলাম আল বরাটি, ফরিদপুর জেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ বদর উদ্দিন, জেলার কর্মপরিষদ সদস্য ও সাংগঠনিক সেক্রেটারী মোঃ হারুনর রশীদ ও ইসলামী ছাত্র শিবির রাজবাড়ী জেলার সভাপতি মোঃ রবিউল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
এ সময় রাজবাড়ী জেলা জামায়াতের সেক্রেটারী মোঃ আলিমুজ্জামান, রাজবাড়ী জেলা নায়েবে আমীর মোঃ হাসমত আলী হাওলাদার, জেলা কর্মপরিষদ সদস্য প্রফেসর হেলাল উদ্দিন, বালিয়াকান্দি উপজেলা আমীর আব্দুল হাই জোয়ারদার, রাজবাড়ী পৌর সেক্রেটারী মাওলানা লিয়াকত আলী, পাংশা উপজেলার আমীর সুলতান মাহমুদ, পাংশা থানার সেক্রেটারী মাওলনা আমজাদ হোসেন, পাংশার পৌর আমীর ফরহাদ জামিল রুপু, পাংশা পৌর সেক্রেটারী মাওলানা আব্দুল হালিম, গোয়ালন্দ উপজেলা আমীর গোলাম আজম, কালুখালী উপজেলার আমীর মাওলানা আব্দুর রবসহ জামায়াতে ইসলামী ও অঙ্গ সংগঠনের জেলা, উপজেলা ও পৌর শাখার সকল পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।