রাজবাড়ীতে ১০ম গ্রেডে বেতন স্কেল বাস্তবায়নের এক দফা দাবীতে গতকাল ২৮শে সেপ্টেম্বর সকালে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে জেলার প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
কল্যাণপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আঞ্জুমান আরার সভাপতিত্বে মানববন্ধনে জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক ইব্রাহীম ভুইয়া, উড়াকান্দা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাশেদুল ইসলাম টুকু, ইলিশখোল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক টুটুল, সহকারী শিক্ষক কাজী শামসুল হক, ছব্দুল হোসেন, নজরুল ইসলাম, অরূপ রতন দে, নাসরিন আক্তার, দীনেশ চন্দ্র সরকার, আব্দুর রহমান, রীনা পারভীন, আবুল কালাম প্রধান, আসিফ বিশ্বাস, মামুনুর রশিদ, সোহানা ইয়াসমিন, ছলেমান খলিফা প্রমুখ বক্তব্য রাখেন।
মানববন্ধনে রাজবাড়ী জেলার ৫টি উপজেলার বিভিন্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ অংশগ্রহণ করে।
মানববন্ধনে বক্তারা বলেন, দশম গ্রেড প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের যৌক্তিক দাবী। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্প্রতি প্রাথমিকের সহকারী শিক্ষকদের জন্য বেতন স্কেল ১৩তম থেকে ১২তম গ্রেড করার প্রস্তাব দিয়েছে। সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগে যোগ্যতার প্রয়োজন হয় স্নাতক সমমান, অথচ বেতন গ্রেড ১৩তম। স্নাতক সম্পন্ন করে নিয়োগ পাওয়া প্রাথমিকের শিক্ষকেরা কেন দশম গ্রেড পাবেন না। পুলিশের সাব-ইন্সপেক্টর, উপ-সহকারী কৃষি অফিসার, ইউনিয়ন পরিষদ সচিব, নার্স, মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তার পদে নিয়োগ যোগ্যতা স্নাতক সমমান হলেও তাদের বেতন গ্রেড দশম এবং নবম। সে ক্ষেত্রে শিক্ষকদের সাথে কেন এই বৈষম্য। তাই আজ আমরা দশম গ্রেড বাস্তবায়নের দাবীতে মানববন্ধন করছি।
মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল নিয়ে বিভিন্ন শ্লোগান দিতে দিতে শিক্ষকরা জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সিদ্ধার্থ ভৌমিকের কাছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি পেশ করেন।