রাজবাড়ী শহরের কয়েকটি পূজা মন্ডপ গতকাল ১০ই অক্টোবর রাতে পরিদর্শন করেছে জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ।
পরিদর্শনকালে তারা শহরের বিনোদপুর বিবেকানন্দ পল্লী মন্দির, বিনোদপুর সার্বজনীন শীতলা মন্দির, বড়পুল হরিতলা সার্বজনীন মন্দির, সজ্জনকান্দা মধ্য পাড়া সার্বজনীন মন্দির, টিএন্ডটি পাড়া সার্বজনীন মন্দির ও জমিদার বাড়ি মন্দির পরিদর্শন করেন।
এ সময় জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান, যুগ্ম আহ্বায়ক আসজাদ হোসেন আজাদ, রাসেল শেখ, সদস্য সচিব মোঃ শাহিনুর রহমান,সদস্য আব্দুর রব সুমন, রাজবাড়ী সদর উপজেলা ছাত্রদলের সভাপতি সোহেল প্রামাণিক, সহ-সভাপতি রবিন কুমার দাস, সাধারণ সম্পাদক প্যারিস হোসেন, পৌর ছাত্রদলের সভাপতি রবিন, যুগ্ম-সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম জিসান, রাজবাড়ী সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মোঃ টোকন মন্ডল, সাধারণ সম্পাদক মোঃ রুবেল মন্ডল, সিনিয়র সহ-সভাপতি মোঃ জামিল সরদার, সহ-সভাপতি মোঃ জসিম খান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আলতাফ হোসেন সাগর, সাংগঠনিক সম্পাদক মোঃ তানভীর খান রনি, দপ্তর সম্পাদক মোঃ সুজন আলীসহ জেলা, উপজেলা, পৌর ও কলেজ শাখা ছাত্র দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পূজা মন্ডপ পরিদর্শনকালে রাজবাড়ী জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান বলেন, জেলা ছাত্রদলের পক্ষ থেকে হিন্দু সম্প্রদায়ের সকলকে শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের নেতা দেশনায়ক তারেক রহমানের নির্দেশনা রয়েছে হিন্দু ভাইদের পাশে থাকার। তার এই নির্দেশনা বাস্তবায়নের জন্য আমরা রাজবাড়ীর সকল হিন্দু ভাইদের পাশে রয়েছি। রাতদিন আমরা তাদের মন্দির পাহাড়া দেওয়া সহ সকল বিষয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। আমরা বলতে চাই আমরা হিন্দু সম্প্রদায়েরর ভাইদের পাশে আছি। কোন অপশক্তি যাতে কোন ষড়যন্ত্র করতে না পারে সে বিষয়ে আমরা কঠোর অবস্থানে রয়েছি।