রাজবাড়ী জেলার পাংশায় এয়াকুব আলী চৌধুরী স্মৃতি পাঠাগারে গতকাল ৩০শে অক্টোবর সন্ধ্যায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
পাঠাগারের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) মোঃ মাসুদুর রহমান রুবেলের সভাপতিত্বে এবং পাঠাগারের দপ্তর সম্পাদক ও সাহিত্য গবেষক শেখ মুহাম্মদ সবুর উদ্দিনের উপস্থাপনায় মতবিনিময় সভায় পাংশা সরকারী কলেজের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক মোঃ আবুল কালাম আজাদ, পাংশা সাহিত্য উন্নয়ন পরিষদের সভাপতি কবি মুহাম্মদ ফিরোজ হায়দার, পাংশা পৌরসভার প্রাক্তন কমিশনার শামসুল আলম আকুল, এয়াকুব আলী চৌধুরী বিদ্যাপীঠের প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষক সুশীল কুমার মোদি, এয়াকুব আলী চৌধুরী স্মৃতি পাঠাগারের সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কাজী আসকার দানীয়েল সিপার, আইডিয়াল গার্লস কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল মান্নান, মৃগী শহীদ দিয়ানত ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক আবু হাসান, পাংশা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মোঃ সুলতান মাহমুদ, কাজী আব্দুল মাজেদ একাডেমীর প্রধান শিক্ষক মুহাম্মদ শাহাদত আলী ও সাংবাদিক মোঃ মোক্তার হোসেন প্রমূখ বক্তব্য রাখেন।
সভাপতির বক্তব্যে মোঃ মাসুদুর রহমান রুবেল জ্ঞান অর্জনে পাঠাগারের ভূমিকা তুলে ধরেন। শিক্ষার্থীদের পাঠাগার মুখী করণসহ পাঠাভ্যাস বৃদ্ধিকরণে তিনি গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন। সাহিত্যিক এয়াকুব আলী চৌধুরীর জন্ম-মৃত্যু দিবস পালন এবং সাহিত্যিক এয়াকুব আলী চৌধুরীর সাহিত্যকর্ম ও সৃষ্টিশীলতা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার গুরুত্বারোপ করেন তিনি। একই সাথে তিনি পাঠাগারের সার্বিক উন্নয়নে সহযোগিতা প্রদানের আশ্বাস ব্যক্ত করেন।
পাঠাগারের পক্ষ থেকে পাঠাগারের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) মোঃ মাসুদুর রহমান রুবেলকে ফুলেল শুভেচ্ছা ও বই উপহার প্রদান করা হয়।
হোগলাডাঙ্গী এমআই কামিল মডেল মাদরাসার সহকারী অধ্যাপক(ফিকহ) মোঃ এনামুল হক, পাংশা উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জাহাঙ্গীর, মোঃ সাজ্জাদ আলী চৌধুরী (কাকুল চৌধুরী), কবি মোঃ এবাদত আলী সেখ, পাংশা পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি অশোক পালসহ স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার লোকজন মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।