ঢাকা বৃহস্পতিবার, এপ্রিল ১০, ২০২৫
গোয়ালন্দে পুলিশের চেকপোস্টে বিদেশী মদসহ বাসযাত্রী গ্রেপ্তার
  • মইনুল হক মৃধা
  • ২০২৪-১১-১৪ ১৪:৫৩:৫১

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সামনে গতকাল ১৪ই নভেম্বর বিকেল সাড়ে ৩টার দিকে চেকপোস্ট বসিয়ে ঢাকাগামী যাত্রীবাহি বাসে তল্লাশী করে সাড়ে ৭ লিটার বিদেশি মদ ও ১ বোতল ফেনসিডিলসহ মিঠু (২৫) নামে এক যাত্রীকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত মিঠু যশোর জেলার বেনাপল পোর্ট থানার ভবের গ্রামের আলাউদ্দিনের ছেলে।
গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, মাদক বিরোধী অভিযানে দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সামনে ঢাকা-খুলনা মহাসড়কে পুলিশের চেকপোস্টে যাত্রীবাহি বাসে তল্লাশী করে বিদেশি মদ ও ফেনসিডিলসহ মিঠু গ্রেফতার করা হয়েছে। 
এ বিষয়ে মিঠুর বিরুদ্ধে মাদক আইনে গোয়ালন্দ থানায় মামলা দায়ের করা হয়েছে।

 

আজ থেকে এসএসসি-সমমান পরীক্ষা শুরু॥রাজবাড়ী জেলায় পরীক্ষার্থী ১৪৪৩০ জন
রাজবাড়ীতে অটোর পার্কিং ফি ১০ টাকা ও প্লেট নম্বরের দাবীতে বিক্ষোভ মিছিল॥স্মারক লিপি পেশ
রাজবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতি পরিদর্শনে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান
সর্বশেষ সংবাদ