ঢাকা বৃহস্পতিবার, এপ্রিল ১০, ২০২৫
দায়িত্ব অবহেলার অভিযোগে সদর হাসপাতাল তত্ত্বাবধায়কের অপসারণের দাবীতে বিক্ষোভ
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৪-১১-১৪ ১৪:৫৭:২৯

রাজবাড়ী সদর আধুনিকৃত হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ শেখ মোহাম্মদ আব্দুল হান্নানের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও দায়িত্ব অবহেলার অভিযোগে তার অপসারণের দাবীতে বিক্ষোভ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। 

গতকাল ১৪ই নভেম্বর বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত অর্ধশত শিক্ষার্থী রাজবাড়ী সদর হাসপাতালে অবস্থান করে এ দাবী করে শিক্ষার্থীরা।

এসময় গত ১২ই নভেম্বর রাতে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত অবস্থায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী তানভীর শেখকে সদর হাসপাতালে আনা হলে অবহেলা জনিত কারণে তার মৃত্যু হয় বলে অভিযোগ তোলেন শিক্ষার্থীরা।

 এছাড়া জেলা সদর হাসপাতালের অব্যবস্থাপনা, খাবারের নিম্নমান, ঔষুধ জালিয়াতি, চিকিৎসকদের কর্মস্থলে সময়মতো উপস্থিত না থাকা, হাসপাতালের পরিচ্ছন্নতা কর্মীকে দিয়ে চিকিৎসা প্রদানসহ অল্প অসুস্থতায় হাসপাতাল থেকে রেফার্ড করার বিষয় তুলে ধরা হয়। এসব অভিযোগের দায় নিয়ে রাজবাড়ী জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ শেখ মোহাম্মদ আব্দুল হান্নানের অপরাসণের দাবী তোলা হয়।

পরে শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল সিভিল সার্জন ও জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সাথে দেখা করে হাসপাতালের ব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ প্রকাশ ও শিক্ষার্থীদের দাবীর বিষয়টি তুলে ধরেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দেওয়া দুই শিক্ষার্থী সাঈদুর জামান সাকিব ও মিরাজুল মাজীদ তুর্য্য। এসময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা তত্ত্বাবধায়াকের অপসারণের দাবীতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন

 স্মারক লিপিতে হাসপাতালের ঔষুধ জালিয়াতি, খাবারের নিম্নমান, টেন্ডার বাণিজ্য, সময়মতো চিকিৎসকদের কর্মস্থলে উপস্থিত না থাকা, হাসপাতালের পরিচ্ছন্নতা কর্মীকে দিয়ে চিকিৎসা প্রদানসহ অল্প অসুস্থতায় হাসপাতাল থেকে রেফার্ড করার বিষয় তুলে ধরা হয়।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী সাঈদুর জামান সাকিব বলেন, আমাদের বন্ধু তানভীর আমাদের সাথে কোটা সংস্কার আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন। সে অত্যন্ত ভালো ছাত্র ছিল। ডাঃ আবুল হোসেন কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তাকে সন্ত্রাসীরা হত্যার উদ্দেশ্যে কুপিয়ে গুরুতর আহত করে। আহত অবস্থায় জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে ভালোমতো চিকিৎসা সেবা দেয়নি। তরিঘড়ি করে দ্রুত ফরিদপুরের রেফার্ড করেন। সেখানে যেতে নূন্যতম ৪০ মিনিট সময় লাগে। রাজবাড়ী থেকে এক ব্যাগ রক্ত দিয়ে ফরিদপুর পাঠালে তানভীর হয়তো প্রাণে বেঁচে যেতেন। সেটা জেলা সদর হাসপাতাল থেকে করা হয়নি।

শিক্ষার্থী তাহসীন বিন আতিয়ার তামিম বলেন, গত পরশু দিন আমার বন্ধু তানভীরকে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। তাকে প্রথমে সদর হাসপাতালে নিয়ে আসা হয়। তার শরীর দিয়ে অনেক রক্তক্ষরণ হচ্ছিলো। তাকে সদর হাসপাতাল থেকে এক ব্যাগ রক্ত দেওয়া হলে সে ফরিদপুর পর্যন্ত হয়তো বেঁচে থাকতে পারতো। সেখানে উন্নত চিকিৎসা নিলে তাকে বাঁচানো সম্ভব হতো। সদর হাসপাতালের কোন চিকিৎসক তাকে রক্ত দেওয়ার পরামর্শ দেইনি। চিকিৎসকদের দায়িত্ব অবহেলার কারণে আমার বন্ধুকে আমরা বাঁচাতে পারলাম না। সদর হাসপাতালে কোন চিকিৎসা নেই। কিছু ফরিদপুর রেফার্ড করে। আমরা রাজবাড়ী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ককে অপসারণ চাই। তিনি তার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারছেননা।

রাজবাড়ীর সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইব্রাহীম টিটন বলেন, বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা সদর হাসপাতালের তত্ত্বাবধায়কের অপসারণের দাবীতে আমার কাছে এসেছিলো। আমি এ বিষয়টি ঊর্ধতন কর্তৃপক্ষকে জানিয়েছে।

রাজবাড়ীর জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, মানুষ যখন অসুস্থ হয়ে অসহায় অবস্থায় থাকে তখন সে সদর হাসপাতালেই প্রথম যায়। সবাই আশা করে চিকিৎসকের কাছে ভালো সেবাটাই পেতে। রাজবাড়ী সদর হাসপাতাল নিয়ে অভিযোগ আমি শুনেছি। আমি যোগদান করার পর পরই সদর হাসপাতাল পরিদর্শন করেছি। সমস্যা গুলো সমাধানের জন্য তত্ত্বাবধায়ককে বলেছি। বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা তত্ত্বাবধায়কের অনিয়ম নিয়ে তার অপসারণের দাবীতে আমার কাছে এসেছে। আমি এ বিষয়ে তাদের কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবো।

 জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ শেখ মোহাম্মদ আব্দুল হান্নান বলেন, কোন সদর হাসপাতালে অপারেশন করার মতন সার্জন স্টান্ডবাই থাকেনা। এটা সরকারের অগ্রানোগ্রামেই নেই। সেক্ষেত্রে আমার কোন সুযোগ নেই জরুরী বিভাগে সার্জন চিকিৎসক দেওয়ার। এছাড়াও সদর হাসপাতালে দুই জন সার্জন ডাক্তারের পদ রয়েছে। একজন সিনিয়র সার্জন ও আরেকজন জুনিয়র সার্জন। এর মধ্যে সিনিয়র সার্জনের পদ খালি রয়েছে। একজন জুনিয়র সার্জন দিয়ে হাসপাতালে ওটি চালানো লাগছে। রাতে কোন সিরিয়াস ইনজুরড রোগী আসলে তখন ওটি করা সম্ভব হয়না। কারণ তখন সার্জন থাকে না। এছাড়াও একটা ওটি রেডি করতে মিনিমাম আধাঘন্টা সময় লাগে। তানভীরের বিষয়টি নিয়ে যে অভিযোগ এসেছে এ বিষয়ে আমি জরুরী বিভাগের সিস্টার, নার্স ও চিকিৎসকদের সাথে কথা বলেছি। তারা বলেছে যথাসম্ভব তারা চেষ্টা করেছে। রোগীর অবস্থা ক্রিটিকাল হওয়ায় ফরিদপুর রেফার্ড করতে বাধ্য হয় তারা।

তিনি আরও বলেন, এ ঘটনার পরিপেক্ষিতে শিক্ষার্থীরা আমার অপসারণের দাবী করেছে।

কর্তৃপক্ষ যদি মনে করেন আমার থেকে যোগ্য লোক এখানে আসলে হাসপাতাল ভালো চলবে তাহলে আমি এখান থেকে চলে যাবো।

উল্লেখ্য, গত ১২ই নভেম্বর রাত সাড়ে ৯ টার দিকে রাজবাড়ী পৌর শহরের ৩ নং ওয়ার্ড বিনোদপুর সার্বজনীন দূর্গা মন্দির সামনে পূর্ব শত্রুতার জেরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে তানভীর শেখ(২২) নামের এক যুবক নিহত হয়। নিহত তানভীর শেখকে ২০২০ সালের ২৩শে ডিসেম্বর তারিখে পৌর ছাত্রলীগের সভাপতি আরফানুল হক অন্তর ও সাধারণ সম্পাদক রিয়াদ রায়হান ইফতি স্বাক্ষরিত কমিটিতে পৌরসভার ৩নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদ দেওয়া হয়। ওই কমিটির মেয়াদ ছিল এক বছর।

এদিকে তানভীর শেখের মৃত্যুর পর পরই বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে একটি ভিডিও পোস্ট করা হয়। সেখানে তানভীর শেখকে পৌরসভার ৩নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক দাবী করা হয়। অপরদিকে রাজবাড়ীর বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা তানভীর শেখকে বৈষম্য বিরোধী আন্দোলনের সক্রিয় সদস্য হিসেবে দাবী করেছে। তারা বলছে তানভীর শেখ রাজবাড়ীতে বৈষম্য বিরোধী আন্দোলনের শুরু থেকেই তাদের সাথে ছিল।

স্মারক লিপি প্রদানকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি সাইদুর জামান সাকিব, মিরাজুল মাজীদ তূর্য, তাহসীন বিন আতিয়ার তামিম, নূর মোহাম্মদ নয়ন, সাকিল হোসেন মিথুন, মোঃ আমিনুল ইসলাম, মোঃ আতিক হাসান রাফি, সৈয়দ আরাফাত, নাফিজা প্রভা, রুবাইয়া রহমান, মুহতাসিমুল হক তাফসিন, মুসতারি আফরিন, মেহেতা নৌরিন পূর্ন, আশা আক্তারসহ অর্ধশত শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

 
আজ থেকে এসএসসি-সমমান পরীক্ষা শুরু॥রাজবাড়ী জেলায় পরীক্ষার্থী ১৪৪৩০ জন
রাজবাড়ীতে অটোর পার্কিং ফি ১০ টাকা ও প্লেট নম্বরের দাবীতে বিক্ষোভ মিছিল॥স্মারক লিপি পেশ
রাজবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতি পরিদর্শনে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান
সর্বশেষ সংবাদ