ঢাকা বৃহস্পতিবার, এপ্রিল ১০, ২০২৫
রাজবাড়ীতে সদর উপজেলার সরকারী কর্মকর্তাদের সাথে ডিসির মতবিনিময়
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৪-১১-১৪ ১৪:৫৭:৪৯

রাজবাড়ী সদর উপজেলার সরকারী দপ্তরের কর্মকর্তাগণের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা করেছেন নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
গতকাল ১৪ই নভেম্বর বেলা ১১টায় সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
মতবিনিময় ও পরিচিতি সভায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রবিউল আলম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাহমুদুর রহমান, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুর রহমান, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জনি খান, জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অংকন পাল, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোস্তফা আল রাজীব, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মধূসুদন মন্ডল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাস, উপজেলা সমবায় কর্মকর্তা অসীম কুমার নাগসহ সদর উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

 

আজ থেকে এসএসসি-সমমান পরীক্ষা শুরু॥রাজবাড়ী জেলায় পরীক্ষার্থী ১৪৪৩০ জন
রাজবাড়ীতে অটোর পার্কিং ফি ১০ টাকা ও প্লেট নম্বরের দাবীতে বিক্ষোভ মিছিল॥স্মারক লিপি পেশ
রাজবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতি পরিদর্শনে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান
সর্বশেষ সংবাদ