ঢাকা বৃহস্পতিবার, এপ্রিল ১০, ২০২৫
শ্রীপুর থেকে চেক ডিজঅনার মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার
  • মীর সামসুজ্জামান
  • ২০২৪-১১-১৫ ১৩:৫৫:৪২

রাজবাড়ীতে চেক ডিজঅনার মামলার ১বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী জহিরুল ইসলাম (৪০)কে গ্রেপ্তারের পর গতকাল ১৫ই নভেম্বর আদালতে পাঠানো হয়েছে।

 এর আগে গত ১৪ই নভেম্বর রাত ১০টার দিকে রাজবাড়ী শহরের শ্রীপুর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 গ্রেপ্তারকৃত জহিরুল ইসলাম রাজবাড়ী সদর উপজেলার শ্রীপুর বাজার এলাকার আব্দুর রব মিয়ার ছেলে।

 রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ মাহমুদুর রহমান বলেন, গত ১৪ই নভেম্বর রাত ১০ টার দিকে শহরের শ্রীপুর বাজার এলাকায় অভিযান পরিচালনা করে দি নেগোসিয়েবল ইন্সট্রুমেন্ট এ্যামেন্ডমেন্ট এ্যাক্টের ১৩৮ ধারার মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ জহিরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। 

 
আজ থেকে এসএসসি-সমমান পরীক্ষা শুরু॥রাজবাড়ী জেলায় পরীক্ষার্থী ১৪৪৩০ জন
রাজবাড়ীতে অটোর পার্কিং ফি ১০ টাকা ও প্লেট নম্বরের দাবীতে বিক্ষোভ মিছিল॥স্মারক লিপি পেশ
রাজবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতি পরিদর্শনে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান
সর্বশেষ সংবাদ