রাজবাড়ী জেলার কালুখালীতে স্ত্রীকে যৌতুকের দাবীতে নির্যাতনের অভিযোগে দায়েরকৃত মামলায় কারাগারে রয়েছে স্বামী সাইদুর রহমান।
গত ১৩ই নভম্বের তার আইনজীবী জামিনের আবেদন করলে বিজ্ঞ বিচারক জামিন না মঞ্জুর করে ধার্য্য তারিখে জামিনের শুনানী হবে বলে নিশ্চিত করেন বাদীপক্ষের আইনজীবী আব্দুস সাত্তার। সাইদুর রহমান কালুখালী উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের পাঁচটিকরী গ্রামের জিন্না খার ছেলে।
এর আগে গত ৬ই নভেম্বর সাইদুর রহমান রাজবাড়ীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক তার জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ প্রদান করেন। মামলা নং-২২০/২৩, ধারাঃ নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী/০৩) এর ১১ (গ)/৩০।
প্রকাশ, যৌতুকের দাবীতে সাইদুর রহমান নিজ স্ত্রী লিপি খাতুনকে প্রায়ই মারপিট করে ঘরে আটকিয়ে রাখতো। এমনকি খাবার না দিয়ে নানা বিধ শারীরিক ও মানসিক নির্যাতন করতো স্বামীসহ শ্বশুর, ভাসুরও। এরপরও ক্ষান্ত হয়নি তারা। সর্বশেষ নির্যাতন করে তাকে বাড়ী থেকে তাড়িয়েও দেয়া হয়।
অসুস্থ অবস্থায় লিপি খাতুন পাংশা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে স্বামীর বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।
উল্লেখ্য, লিপি খাতুন তার স্বামী সাইদুরের বিরুদ্ধে রাজবাড়ী ২নং আমলী আদালতে ২০১৮ সালের যৌতুক নিরোধ আইনের ৩ধারা মোতাবেক আরও একটি মামলা করেন। মামলা নং-সিআর-৫৯২/২০২১ইং। এ মামলায় ১৮দিন হাজত খেটে আপোষের শর্তে জামিন পেয়ে স্ত্রী লিপি খাতুন ও তার পরিবারের সদস্যের বিরুদ্ধে মিথ্যা মামলা শুরু করে সাইদুর রহমান। স্বামী সাইদুর রহমানের বিরুদ্ধে স্ত্রী লিপি খাতুন বাদী হয়ে রাজবাড়ীর বিজ্ঞ পাংশা পারিবারিক সহকারী জজ আদালতে দেনমোহর ও খোরপোষ আদায়ের দাবীতে মামলা করেন। মামলা নং-পাংশা পরিবারিক ৩৯/২২ইং।
স্ত্রী লিপি খাতুন জানান, বিয়ের পর থেকেই বিভিন্ন কৌশলে যৌতুকবাবদ দুইবারে ৫ লক্ষ টাকা আদায় করে সাইদুর। প্রধানমন্ত্রীর কার্যালয়ে চাকুরী হয়েছে মর্মে তিন লাখ টাকা নগদ যৌতুক নিয়ে ঢাকা পালিয়ে গিয়ে সকল যোগাযোগ বন্ধ করে দেয় সে। সুচতুর সাইদুর রহমান বিবাহিত স্ত্রী লিপি খাতুনের বিরুদ্ধে জাল স্বাক্ষরে ৩শ টাকার নন-জুডিশিয়াল ষ্ট্যাম্প তৈরি করে ৬লাখ টাকার দাবীতে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা দায়ের করে। সিআর মামলা নং-৭৮৬/২০২১, ধারাঃ ৪২০/৪০৬/৫০৬। এই মামলায় সমন গোপন করে একমাত্র আসামী লিপি খাতুনের বিরুদ্ধে ওয়ারেন্ট বের করে পুলিশ দিয়ে ধরিয়ে আদালতে হাজির করলে আদালত আসামীকে জামিন দিয়ে শর্টডেট দিয়ে তারিখ ধার্য করেন। ধার্য তারিখে লিপি খাতুন বিয়ের নিকাহ্ নামাসহ ঢাকা সিনিয়র জুডিশিয়াল আদালতে হাজির হলে বিজ্ঞ আদালত নথি ও আইনজীবীদের যুক্তিতর্কে স্বামী-স্ত্রী সম্পর্ক বিদ্যমান থাকায় এ মামলা চলতে পারে না মর্মে রায় দিয়ে মামলাটি নথিজাত করে আসামী ও জামিনদারদের খালাস দেয় সূত্রমতে জানা যায়।
মামলাবাজ সাইদুর রহমানের পিতা জিন্নাহ খান নিজে বাদী হয়ে লিপি খাতুনসহ তার পরিবারের স্বজনদের বিরুদ্ধে চাঁদাবাজী, অপহরণসহ নানাবিধ মামলা দায়ের করে। তদন্তে মিথ্যা প্রমাণিত হওয়ায় আদালত মামলাগুলো খারিজ করে দেয়। লিপি খাতুন স্বামী, শ্বশুড়, ভাসুরের অত্যাচারে অতিষ্ট হয়ে আইন আদালতে মামলা করেও নিরাপত্তাহীনতায় ভুগছেন। লিপি খাতুনের বাড়ী একই উপজেলায় পাটবাড়িয়া গ্রামে।
আসামী পক্ষে আদলতে মামলা পরিচালনা করেন এডঃ তুহিন শেখ।