ঢাকা বৃহস্পতিবার, এপ্রিল ১০, ২০২৫
রাজবাড়ী পৌরসভার ৯নং ওয়ার্ড যুবদলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৪-১২-১৩ ১৪:২৫:৫৮

রাজবাড়ী পৌর যুবদলের আয়োজনে গতকাল ১৩ই ডিসেম্বর বিকেলে বিনোদপুর রবের বটতলায় ৯নং ওয়ার্ড যুবদলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 রাজবাড়ী পৌর যুবদলের আহ্বায়ক শামসুল আলম খান রানার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সভাপতি ও সবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।

 বিশেষ অতিথি হিসেবে রাজবাড়ী জেলা যুবদলের আহ্বায়ক খায়রুল আনাম বকুল, জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি মনিরুজ্জামান মনি, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এস এম কাউসার মাহমুদ, যুগ্ম আহ্বায়ক মনোয়ার হোসেন মিন্টু, সোহেল মন্ডল, পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক খাইয়রুল ইসলাম খায়রু, মালয়েশিয়া যুবদলের সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন সাগর, জেলা যুবদলের সাবেক শিল্প বিষয়ক সম্পাদক গাজী মাসুদ, পৌর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রাকিব হাসান মিঠু, ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি মজনু মন্ডল, সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তুহিন, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি কাজী মনিরুল ইসলাম কুটু, ৯নং ওয়ার্ড যুবদলের সভাপতি মোঃ নাঈম মোল্লা, সিনিয়র সহ-সভাপতি বাবর আলী বাবু, সাধারণ সম্পাদক গোলাম গাউস রমজান, সহ-সাধারণ সম্পাদক মামুন সরদার, সাংগঠনিক সম্পাদক সমীর মোল্লা, সদস্য বাবন আলী ও যুবদল নেতা হান্নান মোল্লা বক্তব্য রাখেন।

 রাজবাড়ী পৌর যুবদলের সদস্য সচিব গোলাম মহিউদ্দিন আহমেদ গিটারের সঞ্চালনায় এ সময় পৌর যুবদল নেতা জাবেদ শেখ, ৮নং ওয়ার্ড যুবদলের সভাপতি কল্লোলে সিদ্দিকী, সাধারণ সম্পাদক সুমন মোল্লাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

 সমাবেশে বক্তারা আগামী দিনে স্বাধীনতা রক্ষা ও গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠায় জনগণের ভোটের অধিকার ফিরিয়ে এনে দেশ নায়ক তারেক রহমানকে প্রধানমন্ত্রী না বানানো পর্যন্ত রাজপথে থাকার প্রত্যয় ব্যক্ত করেন এবং চলমান পরিস্থিতিতে আওয়ামী লীগের দোসরা দাঙ্গা হাঙ্গামা বাধানোর চেষ্টা করছে সেদিকে সজাগ থাকার জোর দাবী জানান।

 

আজ থেকে এসএসসি-সমমান পরীক্ষা শুরু॥রাজবাড়ী জেলায় পরীক্ষার্থী ১৪৪৩০ জন
রাজবাড়ীতে অটোর পার্কিং ফি ১০ টাকা ও প্লেট নম্বরের দাবীতে বিক্ষোভ মিছিল॥স্মারক লিপি পেশ
রাজবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতি পরিদর্শনে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান
সর্বশেষ সংবাদ