ঢাকা শুক্রবার, এপ্রিল ১১, ২০২৫
কালুখালীতে সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৪-১২-২৮ ১৩:৫৬:৪৩

রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার আদর্শ উচ্চ বিদ্যালয়ে গতকাল ২৮শে ডিসেম্বর দিনব্যাপী দরিদ্র ও অসহায় মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ঔষধ বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশন।

 জানা গেছে, কালুখালী উপজেলায় রাজবাড়ী মেলিটারি ট্রেনিং এরিয়ায়(আরএমটিএ’তে) ম্যানুভার অনুশীলন ২০২৪-২৫ পরিচালনার পাশাপাশি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে ৫৫ পদাতিক ডিভিশন।

 গতকাল ২৮শে ডিসেম্বর সকালে বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি ও যশোর এরিয়া কমান্ডার মেজর জেনারেল জে এম ইমদাদুল ইসলাম, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, এমফিল উপস্থিত থেকে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে চিকিৎসা সেবা কার্যক্রম পরিদর্শন করেন। 

 এ সময় জিওসি মেজর জেনারেল জে এম ইমদাদুল ইসলাম বলেন, প্রতি বছরের ন্যায় এ বছরও মেডিকেল ক্যাম্পেইনসহ নানাবিধ জনসেবামূলক কার্যক্রম পরিচালনা করছে ৫৫ পদাতিক ডিভিশন ও যশোর অঞ্চলের সেনাসদস্যগণ। ভবিষ্যতেও বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে এ ধরণের জনসেবামূলক কর্মকান্ড অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

 ফ্রি মেডিকেল ক্যাম্পে দিনব্যাপী দরিদ্র ও অসহায় মানুষের ডায়াবেটিস পরীক্ষা, রক্তের গ্রুপ নির্ণয়, মেডিসিন, সার্জারী, শিশু, চক্ষু ও নাক-কান-গলা বিষয়ে চিকিৎসা সেবা প্রদান করে সম্মিলিত সামরিক হাসপাতালের ১০ জন বিশেষজ্ঞ চিকিৎসক। পরে ব্যবস্থাপত্র অনুযায়ী বিনামূল্যে ঔষুধ প্রদান করা হয়। 

 

আজ থেকে এসএসসি-সমমান পরীক্ষা শুরু॥রাজবাড়ী জেলায় পরীক্ষার্থী ১৪৪৩০ জন
রাজবাড়ীতে অটোর পার্কিং ফি ১০ টাকা ও প্লেট নম্বরের দাবীতে বিক্ষোভ মিছিল॥স্মারক লিপি পেশ
রাজবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতি পরিদর্শনে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান
সর্বশেষ সংবাদ