ঢাকা বৃহস্পতিবার, এপ্রিল ১০, ২০২৫
রাজবাড়ীর স্বপ্ন সুপার শপের লাকী কুপনে ফ্রিজসহ আকর্ষনীয় পুরস্কার পেল ক্রেতারা
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৪-১২-৩১ ১৫:৫৩:২০

রাজবাড়ী শহরের শ্রীপুর বাজারে স্বপ্ন সুপার শপে ৫শ টাকার বাজার করলেই ক্রেতাকে দেওয়া হয় লাকী কুপন। আর সেই লাকী কুপন ড্র’তে ক্রেতারা পান বিভিন্ন আকর্ষণীয় উপহার সামগ্রী। 

 এরই ধারাবাহিকতায় গতকাল ৩১শে ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৬টায় ‘স্বপ্ন’ সুপার শপ রাজবাড়ী শ্রীপুর শাখায় লাকী কুপনের ড্র অনুষ্ঠিত হয়েছে।

 জানা গেছে, গত আগস্ট মাসের পর স্বপ্ন সুপার শপ থেকে পণ্য ক্রয়ের পর লাকী কুপন গ্রহণ করে ক্রেতারা। সেই কুপনের মধ্যে থেকে লটারী করে ৮জন বিজয়ী হয়। বিজয়ীদের দেওয়া হয় আকর্ষণীয় পুরস্কার। 

 এবারের র‌্যাফেল ড্র’তে প্রথম পুরস্কার হিসেবে দেওয়া হয় ফ্রিজ, ২য় পুরস্কার হিসেবে দেওয়া হয় ইলেকট্রিক ওভেন ও ৩য় পুরস্কার হিসেবে দেওয়া হয় রাইস কুকার। এছাড়াও ৫টি আকর্ষণীয় পুরস্কার দেওয়া হয়।

 এবার র‌্যাফেল ড্র ১ম পুরস্কার পেয়েছে মিতু (কুপন নং-১০৮৩৯), ২য় পুরস্কার পেয়েছে(কুপন নং-৯০২৩), ৩য় পুরস্কার পেয়েছে হাবিব(কুপন নং-৮৯৮৮), ৪র্থ পুরস্কার সোহেল(কুপন নং-৩৪৪৪), ৫ম পুরস্কার মন্টু(কুপন নং-৮১২৩), ৬ষ্ঠ পুরস্কার রাহিমা(কুপন নং-৪৪০১), ৭ম পুরস্কার পেয়েছে তাবিবা(কুপন নং-১১৩৭২) ও  ৮ম পুরস্কার (কুপন নং-৭৩১৯)।

 এ সময় স্বপ্ন সুপার শপের শ্রীপুর শাখার পার্টনার মোঃ আবু তসলিম, স্বপ্নের রিজিওনাল হেড মহিউদ্দিন মঈন, স্বপ্ন সুপার শপের শ্রীপুর শাখার ম্যানেজার মাহবুব রহমান ও ক্রেতারা উপস্থিত ছিলেন।

 স্বপ্ন সুপার শপের পাটনার মোঃ আবু তসলিম বলেন, স্বপ্ন সুপার শপ রাজবাড়ীতে চালু হওয়ার পর থেকেই প্রতি তিন/চার মাস অন্তর অন্তর কুপনের র‌্যাফেল ড্র করা হয়। তারই ধারাবাহিকতায় এবার প্রায় ৪ মাস পর কুপনের র‌্যাফেল ড্র করা হয়েছে। প্রতিবারের ন্যায় এবারো ৮টি আকর্ষণীয় পুরস্কার দেওয়া হয়েছে। এবার ১ম পুরস্কার হিসেবে দেওয়া হয়েছে ফ্রিজ।

 উল্লেখ্য, গত ২০২৩ সালের ২৭শে ফেব্রুয়ারী রাজবাড়ী শহরের শ্রীপুর বাজারে স্বপ্ন সুপার শপের উদ্বোধন করা হয়। প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ১১টা পর্যন্ত শপটি খোলা থাকে।

 

আজ থেকে এসএসসি-সমমান পরীক্ষা শুরু॥রাজবাড়ী জেলায় পরীক্ষার্থী ১৪৪৩০ জন
রাজবাড়ীতে অটোর পার্কিং ফি ১০ টাকা ও প্লেট নম্বরের দাবীতে বিক্ষোভ মিছিল॥স্মারক লিপি পেশ
রাজবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতি পরিদর্শনে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান
সর্বশেষ সংবাদ