রাজবাড়ী জেলা সদর হাসপাতাল নিয়ে জমা পড়া বিভিন্ন অনিয়ম খতিয়ে দেখতে গতকাল ৩১শে ডিসেম্বর দিনব্যাপী হাসপাতালে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন(দুদক)।
অভিযানের নেতৃত্ব দেন দুর্নীতি দমন কমিশন ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক রতন কুমার দাস। এ সময় দুদক ফরিদপুর কার্যালয়ের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অভিযানকালে হাসপাতালে রোগীদের জন্য বরাদ্দকৃত খাবারে অনিয়ম, প্রতিদিনের ডায়েট চার্জ অনুযায়ী খাবার সরবরাহ না করা, নিম্নমানের খাবার সরবরাহ করা, হাসপাতালের অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশ, ওষুধ থাকতেও রোগীদের ওষুধ সরবরাহ না করা, স্টোরের ওষুধ সেবিকাদের পাচার করা, রোগীদের খাবারে মিনিকেট/পাইজাম চাল দেওয়ার কথা থাকলেও মোটা চাল ব্যবহার করা, দরপত্রে মুরগির মাংস প্রতি কেজি ৩৯০ টাকা কেজি ধরা থাকলেও বয়লার মুরগি সরবরাহ করা, ৮০ জন রোগীর জন দেড় কেজি ডাল রান্না করাসহ বেশ কিছু অনিয়ম সত্যতা পেয়েছে দুদক।
দুর্নীতি দমন কমিশন ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক রতন কুমার দাস বলেন, রাজবাড়ী সদর হাসপাতালের বিরুদ্ধে বেশ কিছু জমা পড়া অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয়ের একটি টিম আজ রাজবাড়ী সদর হাসপাতালে অভিযান পরিচালনা করেছে। অভিযানকালীন সময়ে পর্যাপ্ত খাবার সরবরাহ না করা, নিম্নমানের খাবার সরবরাহ করা। আজকের ডায়েট চার্ট অনুযায়ী প্রতি রোগী যে পরিমাণ খাবার পাওয়ার কথা সেই পরিমাণ খাবার না পাওয়া। যেমন আজকে ১৬ কেজি মাংস সরবরাহ করার কথা, সেখানে আমরা ১০ কেজি মাংস পেয়েছি। হাসপাতালের পরিবেশ খুব নোংরা পেয়েছি। এছাড়াও সকল ধরণের মেডিসিন সরবরাহ না করার অভিযোগের সত্যতা পেয়েছি। এগুলো পর্যালোচনা করে আমরা বিস্তারিত প্রতিবেদন কমিশনে পাঠাবো। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী এই বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয়ে রাজবাড়ী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ শেখ মোঃ আব্দুল হান্নান বলেন, দুদকের টিম সদর হাসপাতালের রান্না ঘর পরিদর্শন করে কিছু ত্রুটি পেয়েছে। তার মধ্যে একটি হচ্ছে মাংস কম। বাস্তবে আমিও কম দেখেছি। আমার কাছে মনে হয়েছে ঠিকাদার কম দিয়েছে অথবা যারা নিয়েছেন তারা মেপে নেননি। আমি এ বিষয়ে ব্যবস্থা নেব। এছাড়াও দুদুক হাসপাতালের পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে। আমাদের ৭জন পরিচ্ছন্নতা কর্মী। এছাড়াও আমি কিছু বাড়তি লোক নিয়েছি। আমি সবসময় হাসপাতাল পরিষ্কার রাখার চেষ্টা করি। ১০০ বেডের হাসপাতালে প্রতিদিন রোগী ভর্তি থাকে ২০০ এর উপরে। পাশাপাশি আউটডোরে ৮০০/৯০০ রোগী প্রতিদিন সেবা নেয়। প্রায় ২/৩ হাজার লোক এই হাসপাতালে প্রতিদিন আসা যাওয়া করেন। প্রতিদিন ২/৩ হাজার লোকের পদচরণের কারণে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা খুবই কঠিন। তারপরও আমরা আপ্রাণ চেষ্টা করি। কিছু ত্রুটি বিচ্যুত থাকেই। অন্যান্য সদর হাসপাতালের তুলনায় রাজবাড়ীতে রোগীরা বেশি ওষুধ পায়। আমরা চেষ্টা করি ৫ টাকার টিকিটে ৫০০ টাকার ঔষধ দিতে। এ বছরে টেন্ডারের মাধ্যমে এই ওষুধ কেনার চেষ্টা করেছি সেটা এখনো পৌছায় নাই। পৌছালে সাময়িক যে ঔষধ ঘাটতি আছে সেটা পূরণ হবে। দুদুক এসব বিষয়ে আমাদের অবগত করেছে। আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।
এতো দিন ব্যবস্থা নেননি কেন এবং নার্সরা ঔষধ নিয়ে যাই সাংবাদিকদের এমন প্রশ্নে তত্ত্বাবধায়ক বলেন, এখানে স্টাফ ও নার্স তার নিজের জন্য, না হয় পরিবারের কেউ অসুস্থ হলে তার জন্য হাসপাতাল থেকে ঔষধ নেয়। কিন্তু নির্দেশনা ছিল আগে ডাক্তার দেখাতে হবে প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ নেয়া যাবে। একজন অসুস্থ হয়েছে বলে নিজে নিজে প্রেসক্রিপশন করে ওষুধ নেয়া যাবে না। আমি এর আগেও কাগজ-কলমে নোটিশ করে দিয়েছিলাম টিকিট ছাড়া, ডাক্তার দেখানো ছাড়া, প্রেসক্রিপশন ছাড়া কোন ঔষধ স্টাফসহ নার্সও নিতে পারবে না। আগে অভিযোগ থাকাতে খাবারের ব্যাপারে আমি রি-সিডিউল করেছিলাম। যে দায়িত্বে ছিল তাকে পরিবর্তন করেছিলাম। অনেকে বদলি হয়ে গেছে। তবে আমি এসব ত্রুটির ব্যবস্থা নিব।