ঢাকা বুধবার, জুলাই ১৬, ২০২৫
কালুখালীর পদ্মা নদীতে ইলিশ রক্ষার অভিযানে আটক ৮ জেলের জরিমানা
  • মনির হোসেন
  • ২০২০-১১-০২ ১৪:০৬:০০
চলমান ইলিশ রক্ষা অভিযানের অংশ হিসেবে গতকাল ২রা নভেম্বর কালুখালী উপজেলায় ৮জন জেলেকে আটক করা হয় -মাতৃকণ্ঠ।

চলমান ইলিশ রক্ষা অভিযানের অংশ হিসেবে গতকাল ২রা নভেম্বর রাজবাড়ী জেলার কালুখালী উপজেলাধীন পদ্মা নদীতে পরিচালিত অভিযানে মাছ ধরা অবস্থায় ৮জন জেলেকে আটক এবং ১৭হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ১টি নৌকা জব্দ করা হয়। 
  পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে আটককৃত জেলেদেরকে ১হাজার টাকা করে জরিমানা এবং জব্দকৃত জাল নদীর পাড়ে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। 
  ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কালুখালী উপজেলার সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ নুরুল আলম। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুস সালামসহ মৎস্য বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ এবং কালুখালী থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন। এছাড়াও জব্দকৃত জেলে নৌকাটি উপজেলা মৎস্য বিভাগের হেফাজতে রাখা হয়েছে। পরে সেটিকে নিলামে বিক্রি করা হবে। 

গোয়ালন্দে ভিডব্লিউবি উপকারভোগীদের দ্বিতীয় দফায় বাছাইয়ের কার্যক্রম চলছে
কালুখালীতে ডিবির অভিযানে  বিদেশী মদসহ ১জন গ্রেপ্তার
দৌলতদিয়ায় সেই বাঁশের সাঁকোটি মেরামতের উদ্যোগ নিয়েছে প্রশাসন
সর্বশেষ সংবাদ