“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে তারুণ্য উৎসব উপলক্ষে মাদক মুক্ত সমাজ করার প্রত্যয়ে জেলা প্রশাসনের আয়োজনে রাজবাড়ীতে সাইকেল রোড শো অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ২৬শে জানুয়ারী সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের আম্রকানন চত্বরের সামনে সাইকেল রোড শো’র উদ্বোধন করেন জেলা প্রশাসক মিজ সুলতানা আক্তার।
জানা গেছে, সাইকেল রোড শো জেলা প্রশাসকের কার্যালয়ের আম্রকরণ চত্বর থেকে শুরু হয়ে পুলিশ সুপারের বাস ভবন প্রদক্ষিণ করে শ্রীপুর জেলা পরিষদ এলাকা থেকে ঘুরে নতুন বাজার পুলিশ লাইন্স হয়ে কালেক্টরেটের আম্রকানন চত্বরের সামনে এসে শেষ হয়।
সাইকেল রোড শো তে সাইকেল লাভার রাজবাড়ী গ্রুপ, বৈষম্য বিরোধী শিক্ষার্থীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় দেড় শতাধিক সাইকেলিস্ট অংশগ্রহণ করেন।
সাইকেল রোড শো উদ্বোধনকালে জেলা প্রশাসক মিজ সুলতানা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ তারিফ-উল-হাসান, অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস্) মোঃ শরীফ আল রাজিব, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারিয়া হক, এনডিসি নাহিদ আহমেদ, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোল্লা ইফতেখার আহমেদ, সরকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদ আহমেদ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপপরিচালক আবু আব্দুল্লাহ জাহিদসহ জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক মিজ সুলতানা আক্তার বলেন, জুলাই-আগস্টের ছাত্র জনতার গণ-অভ্যুত্থানের মধ্যে দিয়ে বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে। তারই ধারাবাহিকতায় তরুণদের উজ্জীবিত করতে এই তারুণ্য উৎসবের আয়োজন। মন্ত্রণালয়ের নির্দেশে রাজবাড়ীতেও আমরা তারুণ্য উৎসব উদযাপন করছি। মাসব্যাপী আমাদেরই কার্যক্রম চলবে বিভিন্ন সময় বিভিন্ন ইভেন্টের মাধ্যমে। তারুণ্যের এই উৎসব সফল করার লক্ষ্যে আমি সকলের সহযোগিতা কামনা করছি।