ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
আবুধাবীতে বাংলাদেশ দূতাবাসে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন
  • সংযুক্ত আরব আমিরাত থেকে ওবায়দুল হক
  • ২০২৫-০২-২২ ১৫:১৮:৩৫

সংযুক্ত আরব আমিরাতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।

 গত ২১শে ফেব্রুয়ারী স্থানীয় সময় সকালে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির বাংলাদেশ দূতাবাসে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার মধ্য দিয়ে দিবসটি পালনের আনুষ্ঠানিকতা শুরু হয়।

 মিশনে অস্থায়ী শহীদ বেদীতে প্রবাসী বাংলাদেশী ও মিশনের কর্মকর্তাদের পরিবারকে নিয়ে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর শহীদ মিনার চত্বরে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 সভায় রাষ্ট্রদূত তারেক আহমেদ তার বক্তব্যে ভাষা শহীদ, মুক্তিযুদ্ধের শহীদ এবং ২৪ এর জুলাই-আগস্টের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। তিনি উপস্থিত সকলকে দেশের সব অবস্থায় ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়ার কাজে মনোনিবেশ করার আহ্বান জানান।

 পরে মহান ভাষা আন্দোলনের শহীদ, মুক্তিযুদ্ধে সকল শহীদ এবং ২৪ এর জুলাই-আগস্টের শহীদদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে বিশেষ প্রার্থনার মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।

 
 আমিরাতে বিগ টিকেটে বাংলাদেশী জাহাঙ্গীর জিতলেন ৬৭ কোটি টাকা
 দুবাইতে সার্ক সাংবাদিক ফোরাম ইউএই’র অভিষেক অনুষ্ঠিত
আবুধাবীর বিশিষ্ট ব্যবসায়ী শামসুল আলমের মৃত্যুতে দুবাইতে শোক সভা-দোয়া মাহফিল
সর্বশেষ সংবাদ