ঢাকা মঙ্গলবার, এপ্রিল ৮, ২০২৫
বেশী মূল্যে আলু বিক্রি করায় রাজবাড়ী বাজারের ৩জন আড়তদারের জরিমানা
  • স্টাফ রিপোর্টার
  • ২০২০-১১-০৯ ১৫:১৯:৩১
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের একটি দল গতকাল ৯ই নভেম্বর রাজবাড়ী বাজারের কাঁচামালের আড়তপট্টিতে তদারকি অভিযান পরিচালনা করে -মাতৃকণ্ঠ।

 জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ শরীফুল ইসলামের নেতৃত্বে গতকাল ৯ই নভেম্বর রাজবাড়ী বাজারের কাঁচামালের আড়তপট্টিতে তদারকি অভিযান পরিচালনা করা হয়।
  অভিযানকালে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে আলু বিক্রির দায়ে ৩জন আড়তদারকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় ১৫হাজার টাকা জরিমানা করা হয়।
  জেলা স্যানিটারী ইন্সপেক্টর সূর্য কুমার প্রামানিকসহ রাজবাড়ী থানা পুলিশের একটি দল অভিযানে সহযোগিতা করেন। এছাড়াও অভিযানকালে কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন মেনে ব্যবসা পরিচালনার নির্দেশনা দেয়া হয়।

 

রাজবাড়ীতে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের ওপর হামলা মামলায় সাবেক এমপি কাজী কেরামত আলী কারাগারে
গাজায় নৃশংস গণহত্যার প্রতিবাদে রাজবাড়ীতে জামায়াতের বিক্ষোভ
কারাগারে যাওয়ার আগে জামায়াত নেতার সাথে সাবেক প্রতিমন্ত্রী কাজী কেরামত আলীর করমর্দন
সর্বশেষ সংবাদ