ঢাকা শনিবার, সেপ্টেম্বর ২১, ২০২৪
বেশী মূল্যে আলু বিক্রি করায় রাজবাড়ী বাজারের ৩জন আড়তদারের জরিমানা
  • স্টাফ রিপোর্টার
  • ২০২০-১১-০৯ ১৫:১৯:৩১
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের একটি দল গতকাল ৯ই নভেম্বর রাজবাড়ী বাজারের কাঁচামালের আড়তপট্টিতে তদারকি অভিযান পরিচালনা করে -মাতৃকণ্ঠ।

 জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ শরীফুল ইসলামের নেতৃত্বে গতকাল ৯ই নভেম্বর রাজবাড়ী বাজারের কাঁচামালের আড়তপট্টিতে তদারকি অভিযান পরিচালনা করা হয়।
  অভিযানকালে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে আলু বিক্রির দায়ে ৩জন আড়তদারকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় ১৫হাজার টাকা জরিমানা করা হয়।
  জেলা স্যানিটারী ইন্সপেক্টর সূর্য কুমার প্রামানিকসহ রাজবাড়ী থানা পুলিশের একটি দল অভিযানে সহযোগিতা করেন। এছাড়াও অভিযানকালে কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন মেনে ব্যবসা পরিচালনার নির্দেশনা দেয়া হয়।

 

পিলখানা হত্যাকান্ডের পুনঃ বিচার ও চাকরী পুনর্বহালের দাবীতে রাজবাড়ীতে মানববন্ধন
দৈনিক রাজবাড়ী কণ্ঠ পত্রিকার প্রকাশক মনিরুজ্জামানের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন
রাজবাড়ীতে দিনব্যাপী উত্তম মৎস্য চাষ বিষয়ক প্রশিক্ষণ
সর্বশেষ সংবাদ