রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানা পুলিশের অভিযানে ফেনসিডিল ও ইয়াবাসহ ৪জন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে।
গত ১৪ই নভেম্বর দিবাগত গভীর রাতে এসআই সাইফুজ্জামান, এসআই জাহিদ এবং এসআই ফায়জুরসহ বালিয়াকান্দি থানা পুলিশের একটি দল বহরপুর ইউনিয়নের বহরপুর গ্রামের কুখ্যাত মাদক ব্যবসায়ী হান্নানের বাড়ীতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২১ বোতল ফেনসিডিল ও ৩১ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো-বহরপুর গ্রামের গোলাম মোস্তফা লালের ছেলে হান্নান(৩৪), আব্দুল মজিদ শেখের ছেলে জিল্লু শেখ(৪৮), মৃত আবুল শেখের ছেলে হারুন সেখ(২৫) ও মৃত আমিনুর রহমানের ছেলে মাহবুবুর রহমান আতা(৩৫)।
বালিয়াকান্দি থানার ওসি তারিকুজ্জামান জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গতকাল ১৫ই নভেম্বর তাদেরকে আদালতে সোপর্দ করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে হান্নানের বিরুদ্ধে ৬টি মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।