ডিবি’র পৃথক অভিযানে রাজবাড়ী শহরের বিনোদপুর নিউ কলোনী ও গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের সোনাউল্লা ফকির পাড়া থেকে ইয়াবাসহ ২জন মাদক বিক্রেতা গ্রেফতার হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো ঃ গোয়ালন্দ পৌরসভাধীন দেওয়ান পাড়ার(বাসস্ট্যান্ড সংলগ্ন) আব্দুর রশিদের ছেলে রাশেদুল ইসলাম ওরফে সিনবাদ(২৩) এবং রাজবাড়ী শহরের বিনোদপুর নিউ কলোনী এলাকার মেহেদী আবু ওসমান ওরফে সুজন(৩০)।
রাজবাড়ী ডিবির ওসি ওমর শরীফ জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত ১৫ই নভেম্বর বিকাল ৫টার দিকে এসআই মোজাম্মেল হকের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল দৌলতদিয়া হেলিপ্যাড সংলগ্ন সোনাউল্লা ফকির পাড়ায় অভিযান চালিয়ে ৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী রাশেদুল ইসলাম ওরফে সিনবাদকে এবং একই দিন বিকাল পৌনে ৫টার দিকে এসআই বদিয়ার রহমানের নেতৃত্বে এএসআই লতিফসহ ডিবি পুলিশের আরেকটি দল রাজবাড়ী শহরের বিনোদপুর নিউ কলোনী এলাকায় অভিযান চালিয়ে ৪৩ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মেহেদী আবু ওসমান ওরফে সুজনকে গ্রেফতার করে।
তাদের বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট ও রাজবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক ২টি মামলা দায়ের করা হয়েছে। গতকাল ১৬ই নভেম্বর তাদেরকে আদালতে সোপর্দ করা হয়।