ঢাকা বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
রাজবাড়ী জেলায় আরো ১৩জনের দেহে করোনা শনাক্ত॥মোট আক্রান্ত ৩২৩৪জন
  • স্টাফ রিপোর্টার
  • ২০২০-১১-১৯ ১৩:৩১:৩০

রাজবাড়ী জেলায় নতুন আরও ১৩জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় এ পর্যন্ত মোট ৩ হাজার ২৩৪ জনের করোনা শনাক্ত হলো। 

  রাজবাড়ীর সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইব্রাহিম টিটন জানান, গতকাল ১৯শে নভেম্বর জেলার আরও ৫৯ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট এসে পৌঁছেছে। তাদের মধ্যে ১৩জনের রিপোর্ট পজিটিভ এসেছে। গত ১৫ ও ১৬ই নভেম্বর নমুনাগুলো পরীক্ষার জন্য প্রেরণ করা হয়। নতুন শনাক্তদের মধ্যে ৯ জন রাজবাড়ী সদর, ৩জন বালিয়াকান্দি ও ১জন পাংশা উপজেলার। 
  সিভিল সার্জন আরও জানান, আক্রান্তদের মধ্যে ৩ হাজার ১২২ জন ইতিমধ্যে সুস্থ হয়েছেন এবং ২৫ জন মৃত্যুবরণ করেছেন। এছাড়া ৪জন হাসপাতালে এবং ৮৩ জন হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন।
  উল্লেখ্য, গতকাল ১৯শে নভেম্বর যাদের রিপোর্ট পজিটিভ এসেছে তারা হলেন- রাজবাড়ী সদর উপজেলার আয়েশা(৪২), হারুন(৯০), তাসমিন(২), খান মোঃ এহসান(৫৬), মামুন(১৮), হারুন-অর রশিদ(৫৫), লাবনী দাস(২২), নাদের হোসেন(৭০), মিরা নার্গিস(৬৫), বিল্লাল হোসেন(৩৬), বালিয়াকান্দি উপজেলার নির্মলেন্দু রায়(৬৫), শুক্লা বিশ্বাস(৪০) ও মিঠুন কুন্ডু(৩০) এবং পাংশা উপজেলার খোকন(৭০)। 
  উল্লেখ্য, করোনাভাইরাস সংক্রমণের ২য় ধাপে রাজবাড়ী জেলায় করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়া শুরু করেছে।

পাংশা ও কালুখালী উপজেলা পরিষদ নির্বাচনে আজ ভোট
পাংশা ও কালুখালীতে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটদের অবহিতকরণ সভা
জেলার শ্রেষ্ঠ ভান্ডারিয়া সিদ্দিকীয়া কামিল মাদাসা॥৫টি পুরস্কার লাভ
সর্বশেষ সংবাদ