ঢাকা রবিবার, নভেম্বর ১৬, ২০২৫
আলীপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৫-০৯-০১ ১৫:০৮:০৩

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গতকাল ১লা সেপ্টেম্বর বিকেলে রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়ন বিএনপি এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। 
 আলোচনা সভায় আলীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আঃ রাজ্জাকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাসাদুর জামান বাদশার সঞ্চালনায় জেলা জাসাসের যুগ্ম আহ্বায়ক নুরুনবী মিয়া, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক জসিম মন্ডল, কৃষক দলের আহ্বায়ক রহিম সরদার, শ্রমিক দলের আহ্বায়ক জব্বার শেখ, জাসাসের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, স্বেচ্ছাসেবক দলের নেতা মুন্নাফ শেখ ও কৃষক দলের সাধারণ সম্পাদক আঃ আলিম প্রমুখ বক্তব্য রাখেন। 
 বক্তারা বলেন, বিএনপি জনগণের অধিকার আদায়ের দীর্ঘ ৪৭ বছরের সংগ্রাম ও ত্যাগের ইতিহাস বহন করছে। তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই ১৯৭১ সালে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এবং পরবর্তী সময়ে দেশের সংকটময় পরিস্থিতিতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করেন। আলোচনা সভা শেষে দোয়া অনুষ্ঠিত হয়। 

 

 বানীবহে হবি চেয়ারম্যান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
জমে উঠেছে রাজবাড়ী রেড ক্রিসেন্ট ইউনিটের নির্বাচন॥৩টি পদে প্রার্থী-২৭
 ব্যাডমিন্টন ক্লাবের উদ্যোগে ব্যাডমিন্টন খেলা উদ্বোধন
সর্বশেষ সংবাদ