ঢাকা বৃহস্পতিবার, এপ্রিল ১০, ২০২৫
রাজবাড়ী জেলায় আরো ১০ জনের দেহে করোনা শনাক্ত॥মোট আক্রান্ত ৩৩২৫ জন
  • স্টাফ রিপোর্টার
  • ২০২০-১২-০৬ ১৫:০০:৪৩

রাজবাড়ী জেলায় একদিনে আরো ১০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩ হাজার ৩২৫ জনে।  

  রাজবাড়ীর সিভিল সার্জন ডাঃ মোঃ ইব্রাহিম টিটন জানান, গতকাল ৬ই ডিসেম্বর জেলার আরও ৬৩ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট এসে পৌঁছেছে। তাদের মধ্যে ১০ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। গত ১লা ও ২রা ডিসেম্বর নমুনাগুলো পরীক্ষার জন্য প্রেরণ করা হয়। নতুন শনাক্তদের মধ্যে ৩ জন রাজবাড়ী সদর, ৪ জন পাংশা, ২ জন কালুখালী ও ১জন বালিয়াকান্দি উপজেলার।

  এছাড়া এ পর্যন্ত আক্রান্তদের মধ্যে ২৯ জন মারা গেছেন এবং ৬ জন হাসপাতালে ও ১২৫ জন হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন।  

আজ থেকে এসএসসি-সমমান পরীক্ষা শুরু॥রাজবাড়ী জেলায় পরীক্ষার্থী ১৪৪৩০ জন
রাজবাড়ীতে অটোর পার্কিং ফি ১০ টাকা ও প্লেট নম্বরের দাবীতে বিক্ষোভ মিছিল॥স্মারক লিপি পেশ
রাজবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতি পরিদর্শনে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান
সর্বশেষ সংবাদ