রাজবাড়ী জেলা সদরে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন নবাগত পুলিশ সুপার এম.এম শাকিলুজ্জামান। গতকাল ৩১শে ডিসেম্বর বেলা ১১টায় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সভায় নবাগত পুলিশ সুপার এম.এম শাকিলুজ্জামান বলেন, আমরা সাংবাদিকদেরকে নিয়ে কাজ করতে চাই। জেলার সাধারণ মানুষের নিরাপত্তার যা যা করা লাগবে সেটা আমরা করবো। এটা থেকে আমরা পিছপা হবো না। দেশ এগিয়ে যাচ্ছে। দেশের উন্নয়নের প্রধান শর্ত সুষ্ঠু আইন-শৃঙ্খলা বজায় থাকা, যেটা উন্নয়নের জন্য পূর্ব শর্ত। রাজবাড়ী জেলার জনগণের স্বস্তির জায়গা ফিরিয়ে আনা বা বিদ্যমান জায়গা থেকে ভালো স্থানে নিয়ে যাওয়া। সরকারের উন্নয়ন প্রচেষ্টায় সহযাত্রী হওয়া আমার-আপনার সকলের কর্তব্য। সাংবাদিকরা সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে জাতির উপকার করতে পারেন। রাষ্ট্রের প্রয়োজনে সময়োপযোগী সংবাদ প্রকাশ করলে তা আমাদের চোখ খুলে দেয়। সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে।
পুলিশ সুপার এম.এম শাকিলুজ্জামান আরো বলেন, মাদকের বিরুদ্ধে আমরা কঠোর অবস্থানে যাবো। যেখানে মাদক বিক্রি বা কেনাকাটা হবে সেখানকার তথ্য আপনারা আমাদের কাছে দিবেন, আমরা ব্যবস্থা গ্রহণ করবো। কিশোররা নানা অপরাধের সাথে জড়িত হচ্ছে। আপনাদের সন্তানরা কখন, কোথায় কী করছে খেয়াল রাখবেন। থার্টি ফাস্ট নাইটে কোন ধরনের উচ্ছৃঙ্খল কিছু করা যাবে না। যদি কেউ সেটা করে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়াও তিনি রাজবাড়ী জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠু ও স্বাভাবিক রাখতে সাংবাদিকসহ সকলের সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অপরাধ) মোঃ সালাহ উদ্দিন, রাজবাড়ী থানার ওসি স্বপন কুমার মজুমদার, পুলিশ সুপারের কার্যালয়ের ডিআইও-১ মোঃ সাইদুর রহমান, রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি খান মোঃ জহুরুল হক, সাধারণ সম্পাদক ও দৈনিক মাতৃকণ্ঠের সম্পাদক খোন্দকার আব্দুল মতিন, রাজবাড়ী প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু মুসা বিশ্বাস প্রমুখ।
এ সময় জেলা পর্যায়ে কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক্স ও অনলাইন সাংবাদিকদের পাশাপাশি জেলা পুলিশের ঊর্ধ্বতন ও বিভিন্ন ইউনিটের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।



