রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের জামালপুর বাজার থেকে ২৫ গ্রাম গাঁজাসহ বিক্রেতা সুজন শেখ (১৮)কে থানার পুলিশ গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত সুজন শেখ পার্শ্ববর্তী ফরিদপুরের মধুখালী উপজেলাধীন যাদবপুর গ্রামের আলম শেখের ছেলে।
বালিয়াকান্দি থানার ওসি তারিকুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত ৪ঠা জানুয়ারী সন্ধ্যায় থানার এস.আই একে আজাদ সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে জামালপুর বাজার থেকে তাকে গ্রেফতার করে।
এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গতকাল ৫ই জানুয়ারী তাকে আদালতে সোপর্দ করা হয়।