ঢাকা বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
বালিয়াকান্দির ঢোলজানীর কিশোর ওমর হত্যা মামলায় সন্দেহভাজন ৩জন আসামী গ্রেফতার
  • তনু সিকদার সবুজ
  • ২০২১-০১-০৭ ১৩:২১:২৪

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের ঢোলজানী গ্রামের কিশোর ওমর আলী শেখ(১৪) হত্যা মামলায় সন্দেহভাজন ৩জন আসামীকে পুলিশ গ্রেফতার করেছে।

  গ্রেফতারকৃতরা হলো-ঢোলজানী গ্রামের সুশীল মন্ডলের দুই ছেলে দিপক মন্ডল(৩৫) ও গোপাল মন্ডল ওরফে লক্ষ্মী মন্ডল(২৬) এবং নিখিল চক্রবর্তীর ছেলে মিঠুন চক্রবর্তী(৩২)। গতকাল ৭ই জানুয়ারী জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চেয়ে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়। 

  উল্লেখ্য, গত ১লা জানুয়ারী নিখোঁজ হওয়ার গত ৪ঠা জানুয়ারী বিকালে ঢোলজানী গ্রামের একটি চাষের ঘাস ক্ষেত থেকে কিশোর ওমর আলী শেখের লাশ উদ্ধার হয়। নিহত ওমর ঢোলজানী গ্রামের তরকারী বিক্রেতা আহাদ আলী শেখের ছেলে। সে তার পিতাকে ঢোলজানী বাজারে তরকারী বিক্রিতে সহযোগিতা করতো। নিখোঁজ হওয়ার পর ওমরের পিতা আহাদ আলী শেখ প্রথমে ৩রা জানুয়ারী বালিয়াকান্দি থানায় একটি জিডি করেন। পরে লাশ উদ্ধারের পর তিনি বাদী হয়ে অজ্ঞাতনামা আসামী করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন(মামলা নং-২, তাং-০৫/০১/২০২১ইং, ধারাঃ ৩০২/২০১/৩৪ দঃ বিঃ)। বালিয়াকান্দি থানার পরিদর্শক(তদন্ত) সুমন আদিত্য মামলাটি তদন্ত করছেন।  

 
পাংশা-কালুখালী উপজেলা নির্বাচনে ভোট কেন্দ্র পরিদর্শনে ডিসি-এসপি
বিশ্ব রেডক্রস-রেড ক্রিসেন্ট দিবসে রাজবাড়ীতে র‌্যালী-আলোচনা সভা
পাংশা ও কালুখালী উপজেলা পরিষদ নির্বাচনে আজ ভোট
সর্বশেষ সংবাদ