ঢাকা সোমবার, এপ্রিল ২৯, ২০২৪
রাজবাড়ীতে নারী ও শিশু নির্যাতন-বাল্য বিবাহ এবং মাদকের বিরুদ্ধে গণসচেতনতা তৈরিতে অনলাইন কর্মশালা
  • স্টাফ রিপোর্টার
  • ২০২১-০১-২৭ ১৫:২১:৩৫

রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে গত ২৬শে জানুয়ারী বিকাল সাড়ে ৩টায় জেলা প্রশাসক দিলসাদ বেগমের সভাপতিত্বে জুম ভিডিও কনফারেন্সের মাধ্যমে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, বাল্য বিবাহ নিরোধ এবং মাদকের বিরুদ্ধে গণসচেতনতা তৈরিতে অনলাইন মোটিভেশনাল কর্মশালা অনুষ্ঠিত হয়। 

  উক্ত কর্মশালায় ৫টি উপজেলা হতে ৩জন করে মোট ১৫ জন ইমাম এবং কওমী মাদ্রাসা থেকে ১৫জন, আলিম মাদ্রাসা থেকে ১০ জন ও দাখিল মাদ্রাসা থেকে ১০ জন শিক্ষকসহ জেলা পর্যায়ের কর্মকর্তারা সংযুক্ত ছিলেন। সভাটি সঞ্চালনা করেন রাজবাড়ীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সরকার আব্দুল্লাহ আল মামুন বাবু। 

  উল্লেখ্য, রাজবাড়ী জেলায় মাদকের বিরুদ্ধে গণসচেতনতা তৈরিতে জেলা প্রশাসকের নির্দেশনায় জেলার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষজন নিয়ে প্রতি মাসে মোটিভেশনাল কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে।

বাংলা নববর্ষ ১৪৩১ উপলক্ষ্যে জেলা প্রশাসকের শুভেচ্ছা বাণী
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে জেলা প্রশাসকের শুভেচ্ছা বাণী
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে রাজবাড়ীর জেলা প্রশাসকের বাণী
সর্বশেষ সংবাদ