ঢাকা মঙ্গলবার, এপ্রিল ৮, ২০২৫
রাজবাড়ীর লক্ষ্মীকোলে আওয়ামী লীগের মেয়র প্রার্থী মহম্মদ আলীর নির্বাচনী জনসভা
  • শেখ রনজু আহাম্মেদ
  • ২০২১-০২-০৪ ১৩:১২:৫৪
রাজবাড়ী শহরের লক্ষ্মীকোলের আল্লা নেওয়াজ খাইরু একাডেমী প্রাঙ্গণে গতকাল ৪ঠা ফেব্রুয়ারী বিকালে নির্বাচনী জনসভায় আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী মহম্মদ আলী চৌধুরী বক্তব্য রাখেন -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী পৌর আওয়ামী লীগের আয়োজনে গতকাল ৪ঠা ফেব্রুয়ারী বিকালে লক্ষ্মীকোলের আল্লা নেওয়াজ খাইরু একাডেমী প্রাঙ্গণে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী মহম্মদ আলী চৌধুরীর এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। 

  পৌর আওয়ামী সভাপতি এডঃ মোঃ উজির আলী শেখের সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক ফজলুল হক আবু’র সঞ্চালনায় জনসভায় মেয়র প্রার্থী মহম্মদ আলী চৌধুরী, স্বেচ্ছাসেবক লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শেখ সোহেল রানা টিপু, রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব, যুগ্ম-সম্পাদক এডঃ রফিকুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সফি, যুগ্ম-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সোহাগ, গোলজার হোসেন মৃধা, আইন বিষয়ক সম্পাদক এডঃ সুফিয়া খান রেখা, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বদিউজ্জামান, সাবেক সভাপতি আব্দুস সালাম প্রমুখ বক্তব্য রাখেন। 

  বক্তাগণ উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী মহম্মদ আলী চৌধুরীকে জয়যুক্ত করার আহ্বান জানান। 

  আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি স্থানীয় বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ সভায় উপস্থিত ছিলেন।  

রাজবাড়ীতে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের ওপর হামলা মামলায় সাবেক এমপি কাজী কেরামত আলী কারাগারে
গাজায় নৃশংস গণহত্যার প্রতিবাদে রাজবাড়ীতে জামায়াতের বিক্ষোভ
কারাগারে যাওয়ার আগে জামায়াত নেতার সাথে সাবেক প্রতিমন্ত্রী কাজী কেরামত আলীর করমর্দন
সর্বশেষ সংবাদ