ঢাকা রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
রাজবাড়ী পৌরসভা নির্বাচনে ৪জন মেয়র প্রার্থীর সম্পদের বিবরণ
  • সুশীল দাস
  • ২০২১-০২-০৯ ১৩:৪৭:৩৩
রাজবাড়ী পৌরসভা নির্বাচনে মেয়র পদে ছবিতে বাম থেকে বর্তমান মেয়র মহম্মদ আলী চৌধুরী, সাবেক মেয়র তোফাজ্জেল হোসেন মিয়া, স্বতন্ত্র প্রার্থী আলমগীর শেখ তিতু এবং জাতীয় পার্টির কে.এ রাজ্জাক মেরীন প্রতিন্দ্বন্দ্বিতা করছেন -মাতৃকণ্ঠ।

চতুর্থ ধাপে আগামী ১৪ই ফেব্রুয়ারী অনুষ্ঠিতব্য রাজবাড়ী পৌরসভার নির্বাচনে ৪জন মেয়র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

  তারা হলেন ঃ আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ও বর্তমান মেয়র মহম্মদ আলী চৌধুরী, বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও সাবেক মেয়র তোফাজ্জেল হোসেন মিয়া, নারিকেল গাছ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ও সাবেক ছাত্রলীগ নেতা আলমগীর শেখ তিতু এবং জাতীয় পার্টির মনোনীত প্রার্থী কে.এ রাজ্জাক মেরীন। 

  পাঠকদের জ্ঞাতার্থে প্রার্থীদের মনোনয়ন পত্রের সাথে দাখিলকৃত হলফনামার আলোকে তাদের সম্পদসহ অন্যান্য বিবরণ তুলে ধরা হলো। 

  নৌকার প্রার্থী মহম্মদ আলী চৌধুরী ঃ রাজবাড়ী পৌরসভার ১নং বেড়াডাঙ্গার বাসিন্দা মহম্মদ আলী চৌধুরীর শিক্ষাগত যোগ্যতা বি.এ পাশ। তার নামে কোন মামলা-মোকদ্দমা নেই। বার্ষিক আয় ৩৮ লক্ষ ৭৫ হাজার টাকা। এর মধ্যে কৃষি খাত থেকে আয় ৩২ হাজার ৪শত টাকা, ব্যবসা থেকে আয় ৩ লক্ষ ৬২ হাজার টাকা, শেয়ার-সঞ্চয়পত্র ও ব্যাংক আমানত থেকে আয় ৩০ লক্ষ টাকা এবং মেয়র হিসেবে সম্মানী ভাতা বাবদ ৪ লক্ষ ৮০ হাজার টাকা। অস্থাবর সম্পদের মধ্যে নিজের নগদ রয়েছে ৭ লক্ষ ৯৩ হাজার ৭৬৯ টাকা ও স্ত্রীর নগদ রয়েছে ৫ লক্ষ ৯৪ হাজার ৪৩১ টাকা, নিজ নামে ব্যাংকে জমা রয়েছে ৩ লক্ষ টাকা, পোস্টাল-সেভিং সার্টিফিকেটসহ বিভিন্ন ধরনের সঞ্চয়পত্রে বা স্থায়ী আমানতে বিনিয়োগ রয়েছে ৩০ লক্ষ টাকা, নিজের গাড়ী আছে ১৫ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যের, নিজের ও স্ত্রীর রয়েছে ৫ ভড়ি করে স্বর্ণ, এছাড়াও স্ত্রীর রয়েছে আরো ২ লক্ষ ৭০ হাজার টাকা মূল্যের সম্পদ। স্থাবর সম্পদের মধ্যে রয়েছে- নিজ নামে ৮ বিঘা ১৫ শতাংশ ও স্ত্রীর নামে ৩ বিঘা কৃষি জমি, নিজ নামে ১১ শতাংশ ও স্ত্রীর নামে ১০.১২ শতাংশ অকৃষি জমি, নিজের ১১ শতাংশ জমিসহ দোতলা বাড়ী, স্ত্রীর ৫তলা ভবন একটি, নিজের ঢাকার শ্যামলীমা-১ এর ৫ম তলায় ১০৬০ বর্গফুট ফ্লাটের ৫০% ও স্ত্রীর একই ফ্লাটের ৫০%। এছাড়াও মহম্মদ আলী চৌধুরীর কোন দায়-দেনা নেই।

  ধানের শীষের প্রার্থী তোফাজ্জেল হোসেন মিয়া ঃ পৌরসভার ৩নং বেড়াডাঙ্গার বাসিন্দা তোফাজ্জেল হোসেন মিয়ার শিক্ষাগত যোগ্যতা স্ব-শিক্ষিত। তার নামেও কোন মামলা-মোকদ্দমা নেই। বার্ষিক আয় ৪ লক্ষ ৮৩ হাজার টাকা। এর মধ্যে কৃষি খাত থেকে আয় ১ লক্ষ ৭৩ হাজার টাকা, ব্যবসা থেকে আয় ২ লক্ষ ২০ হাজার টাকা এবং বাড়ী/এপার্টমেন্ট/দোকান বা অন্যান্য ভাড়া থেকে আয় ৯০ হাজার টাকা। অস্থাবর সম্পদের মধ্যে নিজের নগদ রয়েছে ৩ লক্ষ টাকা, ১টি মোটর সাইকেল, ইলেকট্রনিক্স সামগ্রীর মধ্যে রয়েছে টিভি, ফ্রিজ ও এসি এবং আসবাব পত্রের মধ্যে রয়েছে খাট, আলমারী, সোফা ইত্যাদি। স্থাবর সম্পদের মধ্যে রয়েছে-৫৭ শতাংশ কৃষি জমি, ৩৭ শতাংশ অকৃষি জমি ও পৈত্রিক সূত্রে প্রাপ্ত আরো ৩০ বিঘা জমি। এছাড়াও তোফাজ্জেল হোসেন মিয়ার নামে বেসরকারী সাউথ ইস্ট ব্যাংকে ৫০ লক্ষ টাকার ঋণ রয়েছে।

  স্বতস্ত্র প্রার্থী মোঃ আলমগীর শেখ তিতু ঃ পৌরসভার ২নং বেড়াডাঙ্গার বাসিন্দা মোঃ আলমগীর শেখ তিতু’র শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস। তার নামে রাজবাড়ীর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি হত্যা চেষ্টা ও মারামারির মামলা (জি.আর-১৪৪/২০১২, ধারা-১৪৩/৩৪১/৩২৩/৩২৬/৩০৭/৩৭৯/৫০৬/১০৯ দঃ বিঃ) বিচারাধীন রয়েছে। বার্ষিক আয় ৬ লক্ষ ৫০ হাজার টাকা। এর মধ্যে ব্যবসা থেকে আয় ৫ লক্ষ ৩০ হাজার টাকা এবং পৌর কাউন্সিলর হিসেবে সম্মানী ভাতা বাবদ ১ লক্ষ ২০ হাজার টাকা। অস্থাবর সম্পদের মধ্যে রয়েছে নগদ ৫০ হাজার টাকা, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা আছে ১ লক্ষ ২০ হাজার টাকা, ইলেকট্রনিক্স সামগ্রীর মধ্যে রয়েছে ১টি ফ্রিজ, ১টি টিভি ও ৪টি ফ্যান, আসবাবপত্রের মধ্যে রয়েছে ২টি খাট, ১টি টেবিল, ৪টি চেয়ার ও ১টি আলমারী। স্থাবর সম্পদের মধ্যে রয়েছে নিজ নামে ৪৯ শতাংশ ও স্ত্রীর নামে ৫ শতাংশ কৃষি জমি, পৈত্রিক সূত্রে প্রাপ্ত ৫০ শতাংশ অকৃষি জমি ও ১টি টিনসেড ঘর। স্ত্রীর নামে পোস্টাল-সেভিং সার্টিফিকেটসহ বিভিন্ন ধরনের সঞ্চয়পত্রে বা স্থায়ী আমানত হিসেবে জমা আছে ৪ লক্ষ টাকা এবং স্ত্রীর ১০ ভড়ি স্বর্ণ। এছাড়া আলমগীর শেখ তিতু’র কোন ঋণ বা দায়-দেনা নেই।

  লাঙ্গলের প্রার্থী কে.এ রাজ্জাক মেরীন ঃ রাজবাড়ী শহরের পৌরসভার ১নং বেড়াডাঙ্গার বাসিন্দা মেরীনের শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস। তার নামে কোন মামলা-মোকদ্দমা নেই। বার্ষিক আয় ৩ লক্ষ ২৫ হাজার টাকা, যা আসে ব্যবসা থেকে। অস্থাবর সম্পদের(ইলেকট্রনিক্স) মধ্যে রয়েছে টিভি, ফ্রিজ ও এসি এবং আসবাবপত্রের মধ্যে রয়েছে খাট, আলমারী, সোফা প্রভৃতি। এর পাশাপাশি স্ত্রীর আছে ১০ ভরি স্বর্ণ। এছাড়া মেরীনের কোন স্থাবর সম্পদ বা দায়-দেনা নেই। 

  প্রার্থীদের নির্বাচনী ব্যয় ঃ নৌকার প্রার্থী মহম্মদ আলী চৌধুরী সম্ভাব্য র্নিাচনী ব্যয় দেখিয়েছেন ৩লক্ষ টাকা, যা তিনি নিজ তহবীল থেকে খরচ করবেন। ব্যয়ের মধ্যে ৫০ হাজার পোস্টার বাবদ ১লক্ষ টাকা, ৭৫ হাজার হ্যান্ডবিল বাবদ ১ লক্ষ টাকা, নির্বাচনী ক্যাম্প অফিসের খরচ বাবদ ১০ হাজার টাকা, নিজের এজেন্টদের জন্য ২০ হাজার টাকা, মাইকে প্রচারণা বাবদ ৩৫ হাজার টাকা, সম্ভাব্য ২০টি ছবি  বা প্রতীক তৈরী বাবদ ২০ হাজার টাকা এবং বিবিধ খরচ বাবদ ২০ হাজার টাকা। 

  ধানের শীষের প্রার্থী তোফাজ্জেল হোসেন মিয়াও সম্ভাব্য ব্যয় দেখিয়েছেন ৩ লক্ষ টাকা, যা তিনি নিজ তহবিল থেকে খরচ করবেন। ব্যয়ের মধ্যে ৫০ হাজার পোস্টার বাবদ ৮০ হাজার টাকা, নির্বাচনী ক্যাম্প অফিসগুলোর জন্য ১ লক্ষ টাকা, ২৫ হাজার লিফলেট বাবদ ২৫ হাজার টাকা, ২০ হাজার হ্যান্ডবিলের জন্য ২০ হাজার টাকা, ব্যানার তৈরী ও টানানো বাবদ ৭ হাজার টাকা, নিজের এজেন্টদের জন্য ২০ হাজার টাকা, ঘরোয়া বৈঠক/সভা খরচ বাবদ ১২ হাজার টাকা, ১৮টি পথসভা বাবদ ৫ হাজার টাকা, মাইকে প্রচারণা বাবদ ১৬ হাজার টাকা এবং বিবিধ খরচ বাবদ ২০ হাজার টাকা। 

  স্বতন্ত্র প্রার্থী মোঃ আলমগীর শেখ তিতুও সম্ভাব্য ব্যয় দেখিয়েছেন ৩ লক্ষ টাকা, এর মধ্যে নিজের ব্যবসা থেকে ১ লক্ষ টাকা, আত্মীয়-স্বজনদের মধ্যে বোন বেবী আক্তারের কাছ থেকে ১লক্ষ টাকা এবং আত্মীয়-স্বজনদের বাইরে মিজানপুর ইউপির আ’লীগ নেতা আজম মন্ডলের কাছ থেকে ১ লক্ষ টাকা প্রাপ্তি দেখিয়েছেন। ব্যয়ের মধ্যে ৫০ হাজার পোস্টার বাবদ ১ লক্ষ টাকা, নির্বাচনী ক্যাম্প অফিসগুলোর জন্য ৫ হাজার টাকা, ২ লক্ষ হ্যান্ডবিলের জন্য ৮০ হাজার টাকা, নিজের এজেন্টদের জন্য ৪৪ হাজার টাকা, মাইকে প্রচারণা বাবদ ৫১ হাজার টাকা এবং বিবিধ খরচ বাবদ ২০ হাজার টাকা। 

  লাঙ্গলের প্রার্থী কে.এ রাজ্জাক মেরীনও সম্ভাব্য ব্যয় দেখিয়েছেন ৩ লক্ষ টাকা, এর মধ্যে নিজের ব্যবসা থেকে ১ লক্ষ টাকা, আত্মীয়-স্বজনদের মধ্যে বোন তানিয়া আক্তারের কাছ থেকে ৫০ হাজার টাকা ও ভাই রাজ খন্দকারের কাছ থেকে ১ লক্ষ টাকা এবং আত্মীয়-স্বজনদের বাইরে জেলা জাতীয় পার্টির সভাপতি এডঃ খোন্দকার হাবিবুর রহমান বাচ্চু’র কাছ থেকে ৫০ হাজার টাকা প্রাপ্তি দেখিয়েছেন। ব্যয়ের মধ্যে ১০ হাজার পোস্টার বাবদ ৩০ হাজার টাকা, নির্বাচনী ক্যাম্প অফিসগুলোর জন্য ৬৫ হাজার টাকা, ২০ হাজার হ্যান্ডবিলের জন্য ১০ হাজার টাকা, নিজের এজেন্টদের জন্য ৪০ হাজার টাকা, ব্যানার বাবদ  ৭ হাজার টাকা, মাইকে প্রচারণা বাবদ ২৫ হাজার টাকা, ১০টি পথসভা বাবদ ১০ হাজার টাকা এবং নিজের ১০টি অফিস খরচ বাবদ ২০ হাজার টাকা।

রাজবাড়ী-১ আসনে অনলাইনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম জমা দিলেন এস এম নওয়াব আলী
সংসদ নির্বাচনের তফসিল বিষয়ে ইসির ব্রিফিং আজ
রাজবাড়ী জেলা পরিষদের নির্বাচন আগামীকাল॥প্রতিদ্বন্দ্বিতায় ২৮ জন প্রার্থী
সর্বশেষ সংবাদ