ঢাকা বুধবার, জুলাই ১৬, ২০২৫
রাজবাড়ীতে ডিবি’র অভিযানে ৪ গ্রাম হেরোইন নারীসহ দুই বিক্রেতা গ্রেপ্তার
  • শেখ রনজু আহাম্মেদ
  • ২০২১-০২-২৩ ১৩:৪৫:১৬
রাজবাড়ীতে ডিবি’র অভিযানে গতকাল ২৩শে ফেব্রুয়ারী ৪ গ্রাম হেরোইনসহ নারীসহ ২জন মাদক বিক্রেতা গ্রেফতার হয়েছে -মাতৃকণ্ঠ।

রাজবাড়ীতে ডিবি’র অভিযানে নারীসহ ২জন মাদক বিক্রেতা গ্রেফতার হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ২ গ্রাম করে ৪ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। 

  গতকাল ২৩শে ফেব্রুয়ারী দুপুর সোয়া ২টার দিকে এস.আই মিঠু ফকিরের নেতৃত্বে ডিবি’র একটি দল রাজবাড়ী শহরের ২নং রেলগেট এলাকার রাইস মিলের সামনে থেকে তাদেরকে গ্রেফতার করে। 

  গ্রেফতারকৃতরা হলো-রাজবাড়ী পৌরসভাধীন সজ্জনকান্দা এলাকার ওহেদুল ইসলামের স্ত্রী মোমেনা খাতুন ও বিনোদপুর এলাকার বেজু কুমার দাসের ছেলে লিটন কুমার দাস(৩৫)। তাদের কাছ থেকে উদ্ধারকৃত ৪ গ্রাম হেরোইনের মূল্য ৪০ হাজার টাকা বলে ডিবি জানিয়েছে।

  এ ঘটনায় অভিযানে অংশগ্রহণকারী ডিবির এএসআই সামাদ বাদী হয়ে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন। 

পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে রাজবাড়ীর পুলিশ সুপারের বাণী
রাজবাড়ীতে পুলিশের টিআরসি পদে নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত
গোয়ালন্দে পুলিশের অভিযানে তিনটি গুরুত্বপূর্ণ হত্যা মামলার ৪জন গ্রেপ্তার
সর্বশেষ সংবাদ