ঢাকা শনিবার, মে ৪, ২০২৪
জাতির পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষে রাজবাড়ী জেলা পুলিশ সুপারের শুভেচ্ছা বাণী
  • স্টাফ রিপোর্টার
  • ২০২১-০৩-১৭ ০২:৫১:১০

আজ ১৭ই মার্চ মুজিব জন্মশতবার্ষিকীতে রাজবাড়ী জেলাবাসীকে আমি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আজকের এই দিনটি বাংলাদেশের আপামর জনগণ তথা বাংলা ভাষাভাষি মানুষের জন্য অপরিসীম আনন্দ-উচ্ছাস ও অনুপ্রেরণার একটি দিন। আজ থেকে শতবর্ষ আগে বাংলার আকাশে একটি উজ্জল নক্ষত্রের আবির্ভাব হয়েছিল। তিনি বাঙ্গালী জাতির হাজার বছরের ইতিহাসের শ্রেষ্ঠ সন্তান, বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি আমাদের সেই আর্দশ নেতা যার জীবন ও কর্ম দেশ-জাতির গন্ডি পেরিয়ে আন্তর্জাতিক পরিমন্ডলে অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে আছে। তার নেতৃত্বে আমার পেয়েছি একটি স্বাধীন দেশ ও পরিনত জাতিসত্ত্বা। তিনি শিশু সুরক্ষা ও শিশুদের উন্নত শিক্ষা ব্যবস্থা নিশ্চিতকল্পে ১৯৭৪ সালে শিশু আইন প্রণয়ন এবং প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক করেন যা আজকে বাংলাদেশের শিশু কিশোরদেরকে সুষ্ঠু ভাবে বেড়ে উঠার নিশ্চয়তা দিচ্ছে।
  আজকের শিশু কিশোরা যাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর আর্দশে উদ্বুদ্ধ হয়ে দেশ গঠনে ব্রতী হয়, সেই লক্ষে অভিভাবকগণ তাদের সন্তানদেরকে বঙ্গবন্ধু চর্চায় যাতে আরো অধিক নিবিষ্ট করেণ সেই ব্যাপারে আজকের এই দিনটিতে আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি।  


এম এম শাকিলুজ্জামান
পুলিশ সুপার, রাজবাড়ী।

মহান মে দিবস উপলক্ষ্যে পুলিশ সুপারের বাণী
নববর্ষ ১৪৩১ উপলক্ষ্যে রাজবাড়ীর পুলিশ সুপারের শুভেচ্ছা বাণী
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে পুলিশ সুপারের শুভেচ্ছা বাণী
সর্বশেষ সংবাদ