ঢাকা বৃহস্পতিবার, এপ্রিল ১০, ২০২৫
রাজবাড়ীতে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের মানববন্ধন পালন
  • শেখ রনজু আহাম্মেদ
  • ২০২১-০৩-২০ ১৫:২৯:৫১
সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামে সংখ্যালঘুদের উপর হামলার প্রতিবাদে গতকাল ২০শে মার্চ সকালে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচী পালন করেছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ -মাতৃকণ্ঠ।

সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামে সংখ্যালঘুদের উপর হামলার প্রতিবাদে রাজবাড়ীতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। 

  সংগঠনের রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে গতকাল ২০শে মার্চ সকালে প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচীর আয়োজন করা হয়। মানববন্ধন চলাকালে সংখ্যালঘুদের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি এডঃ গণেশ নারায়ণ চৌধুরী, সাধারণ সম্পাদক জয়দেব পাল, যুগ্ম-সাধারণ সম্পাদক গণেশ মিত্র, জেলা কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি আব্দুস সামাদ মিয়া ও জেলা জাসদের সভাপতি মুনিরুল হক মুনির প্রমুখ বক্তব্য রাখেন।

আজ থেকে এসএসসি-সমমান পরীক্ষা শুরু॥রাজবাড়ী জেলায় পরীক্ষার্থী ১৪৪৩০ জন
রাজবাড়ীতে অটোর পার্কিং ফি ১০ টাকা ও প্লেট নম্বরের দাবীতে বিক্ষোভ মিছিল॥স্মারক লিপি পেশ
রাজবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতি পরিদর্শনে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান
সর্বশেষ সংবাদ