ঢাকা বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
পাংশায় ক্যান্সার ও জন্মগত হৃদরোগীর চিকিৎসার জন্য অনুদানের চেক বিতরণ
  • মোক্তার হোসেন
  • ২০২১-০৫-০২ ১৪:২১:৩৫
পাংশায় গতকাল রবিবার দুপুরে জন্মগত এক হৃদরোগীর মাঝে সমাজসেবা অধিদপ্তরের অনুদানের চেক বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলী -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী জেলার পাংশা উপজেলা সমাজ সেবা অধিদপ্তরের উদ্যোগে গতকাল ২রা মে দুপুরে ক্যান্সার রোগে আক্রান্ত প্রতীক ঘোষ(১০) ও জন্মগত হৃদরোগে আক্রান্ত জান্নাতি খাতুন(১০) এর চিকিৎসার জন্য ৫০ হাজার টাকা করে অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

  গতকাল রবিবার দুপুর ১২টার দিকে নিজ কার্যালয়ে বরাদ্দকৃত অনুদানের চেক বিতরণ করেন পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলী। এ সময় পাংশা উপজেলা সমাজসেবা অফিসার মোঃ রবিউল ইসলাম ও সুপারভাইজার পিকুল আলী উপস্থিত ছিলেন।

  জানা যায়, ২০২০-২০২১ অর্থ বছরে সমাজ সেবা অধিপ্তরের আওতায় পাংশার বাহাদুরপুর ইউপির লুৎফর রহমানের মেয়ে জান্নাতি খাতুন (জন্মগতভাবে হৃদরোগী) ও মাছপাড়া ইউপির প্রকাশ ঘোষের ছেলে ক্যান্সার আক্রান্ত প্রতীক ঘোষের চিকিৎসার জন্য ৫০ হাজার টাকা করে অর্থ বরাদ্দ হয়। 

গুজব ছড়িয়ে যারা শান্তি-সম্প্রীতি নষ্ট করতে  চায় তাদেরকে কঠোর হস্তে দমন করা হবে--রেলমন্ত্রী
কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অপারেশন থিয়েটারের উদ্বোধন
মিজানপুর ইউপি সর্বজনীন পেনশন সংক্রান্ত অবহিতকরণ সভা অনুষ্ঠিত
সর্বশেষ সংবাদ