ঢাকা মঙ্গলবার, ডিসেম্বর ৩, ২০২৪
পাংশার ২টি ইউপিতে ৯ শতাধিক দরিদ্র পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী বিতরণ
  • স্টাফ রিপোর্টার
  • ২০২১-০৫-০৩ ১৪:১০:৪৪
করোনা পরিস্থিতিতে পাংশা উপজেলার হাবাসপুর ও বাহাদুরপুর ইউনিয়নে কর্মহীন হয়ে পড়া ৯ শতাধিক অসহায় পরিবারের মাঝে গতকাল ৩রা মে প্রধানমন্ত্রীর বিশেষ উপহার খাদ্য সামগ্রী বিতরণ করেন উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ আলী -মাতৃকণ্ঠ।

করোনা পরিস্থিতিতে রাজবাড়ী জেলার পাংশা উপজেলার হাবাসপুর ও বাহাদুরপুর ইউনিয়নে কর্মহীন হয়ে পড়া ৯ শতাধিক অসহায় পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর বিশেষ উপহার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। 

  গতকাল ৩রা মে বেলা সাড়ে ১১টার দিকে হাবাসপুর ও বাহাদুরপুর ইউনিয়ন পরিষদ চত্বরে পাংশা উপজেলা প্রশাসনের উদ্যোগে করোনা ভাইরাসে আক্রান্ত ক্ষতিগ্রস্থ দরিদ্র পরিবার, অসহায় ও দুস্থ জনগোষ্ঠীর মাঝে এ উপহার সামগ্রী পৌঁছে দেন পাংশা উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ আলী।  

  এছাড়াও এ সময় উপস্থিত ছিলেন হাবাসপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আব্দুল আলীম ও বাহাদূরপুর ইউনিয়নের চেয়ারম্যান হুমায়ুন কবির শাকিলসহ অন্যান্যরা। 

  এ সময় অতিথি ও প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী পাওয়া জনগণ অসহায় মানুষ এই মহামারির মধ্যে খাদ্য সামগ্রী প্রদান করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান। 

কিছু পরিবর্তন এসেছে রাজবাড়ী হাসপাতালের চিকিৎসা সেবায়
রাজবাড়ীতে জেলা প্রশাসনের আয়োজনে জয়িতা অন্বেষণে বাংলাদেশ শীর্ষক সভা
রাজবাড়ীতে আলু পেঁয়াজের মূল্য বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন॥স্মারকলিপি পেশ
সর্বশেষ সংবাদ