ঢাকা শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
রাজবাড়ী সদর উপজেলার মূলঘর ইউনিয়ন পরিষদের নতুন অর্থ বছরের জন্য উন্মুক্ত বাজেট ঘোষণা
  • মাহ্ফুজুর রহমান
  • ২০২১-০৫-৩০ ১৫:১৫:৫৫
রাজবাড়ী সদর উপজেলার মূলঘর ইউনিয়ন পরিষদে গতকাল ৩০শে মে বিকালে আসন্ন ২০২১-২০২২ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণাকালে মোঃ আব্দুল মান্নান মুসল্লী বক্তব্য রাখেন -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী সদর উপজেলার মূলঘর ইউনিয়ন পরিষদে গতকাল ৩০শে মে বিকালে আসন্ন ২০২১-২০২২ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। 

  ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল মান্নান মুসল্লীর সভাপতিত্বে উন্মুক্ত বাজেট ঘোষণা করেন ইউনিয়নের সচিব মোঃ আব্দুস সাত্তার মোল্যা। 

  জানা গেছে, ২০২১-২০২২ অর্থ বছরের উন্মুক্ত বাজেটে মোট আয় ১ কোটি ২৫লক্ষ ৯০ হাজার ৬১৫ টাকা এবং মোট ব্যয় ১ কোটি ২৫ লক্ষ ৮০ হাজার ১৫৫ টাকা ধরা হয়েছে। এতে করে ১০ হাজার ৪৬০ টাকা উদ্ধৃত্ত থাকবে। 

  বাজেট সভায় মূলঘর ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ আকবর হোসেন মোল্যা, কাজী ফরিদ উদ্দিন, শাহজাহান মিজি, হান্নান মন্ডল, আঃ লতিফ শেখ, আব্দুল আজিজ, মামুন শেখ ও সংরক্ষিত মহিলা সদস্য মোছাঃ হানুফা বেগমসহ ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

১২তম জাতীয় আইনগত সহায়তা দিবস কাল
রাজবাড়ী শহরের রেলওয়ে মাঠে জমে উঠেছে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা
বড় কাভার্ড ভ্যান চালকদের গলার কাঁটা নতুন ৬ ফেরী!