ঢাকা বৃহস্পতিবার, এপ্রিল ১০, ২০২৫
বিধি-নিষেধ কঠোরভাবে বাস্তবায়নে রাজবাড়ীতে জেলা ম্যাজিস্ট্রেটের সাথে সংশ্লিষ্ট বাহিনীসমূহের সমন্বয় সভা
  • স্টাফ রিপোর্টার
  • ২০২১-০৭-০১ ১৪:৩৬:০৮

করোনা ভাইরাস জনিত রোগ(কোভিড-১৯) এর বিস্তার রোধকল্পে সার্বিক কার্যাবলি/চলাচলে বিধি-নিষেধ আরোপ নিশ্চিতকরণের লক্ষ্যে গতকাল ১লা জুলাই বেলা ১১টায় রাজবাড়ী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের সাথে আইন-শৃঙ্খলা বাহিনীর সমন্বয় ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

  জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট দিলসাদ বেগমের সভাপতিত্বে তার কার্যালয়ের সম্মেলন কক্ষে সমন্বয় ও মতবিনিময় সভায় পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান, সেনাবাহিনীর প্রতিনিধি লেঃ কর্ণেল মোহাম্মদ মঞ্জুরুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ মাহাবুর রহমান সেখ, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট মোঃ রাশেদুজ্জামান, গোয়েন্দা সংস্থা এনএসআই’র উপ-পরিচালক মোঃ শরীফুল ইসলাম, র‌্যাব-৮ এর প্রতিনিধি ডিএডি মোঃ ইউসুফ আলীসহ জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

  সভায় করোনা ভাইরাসের বিস্তার রোধকল্পে ১লা জুলাই সকাল ৬টা থেকে ৭ই জুলাই মধ্যরাত পর্যন্ত জনসাধারণের সার্বিক কার্যাবলী ও চলাচলে আরোপিত বিধি-নিষেধ বাস্তবায়নের আলোচনা করা হয়।

  সভা শেষে জেলা প্রশাসক দিলসাদ বেগম দৈনিক মাতৃকণ্ঠকে বলেন, করোনা ভাইরাসের বিস্তার রোধকল্পে মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপন অনুযায়ী সার্বিক কার্যাবলি/চলাচলে বিধি-নিষেধ আরোপ নিশ্চিতকরণের লক্ষ্যে সমন্বয় সভা করেছি।

  তিনি বলেন, জেলার সকল উপজেলায় বিধি-নিষেধ কঠোরভাবে বাস্তবায়নে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, র‌্যাব, আনসার বাহিনীর সদস্যরা এবং নির্বাহী ম্যাজিস্টেগণ দায়িত্ব পালন করছে।

  তিনি অতি জরুরী প্রয়োজন ছাড়া কাউকে বাড়ির বাইরে বের না হওয়া এবং বিধি-নিষেধ মেনে চলার জন্য সকলের প্রতি আহবান জানানোসহ নির্দেশনা অমান্যকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে উল্লেখ করেন।

আজ থেকে এসএসসি-সমমান পরীক্ষা শুরু॥রাজবাড়ী জেলায় পরীক্ষার্থী ১৪৪৩০ জন
রাজবাড়ীতে অটোর পার্কিং ফি ১০ টাকা ও প্লেট নম্বরের দাবীতে বিক্ষোভ মিছিল॥স্মারক লিপি পেশ
রাজবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতি পরিদর্শনে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান
সর্বশেষ সংবাদ