রাজবাড়ী সদর হাসপাতলের গাইনী ওয়ার্ডে সুমাইয়া আক্তার(২২) নামে এক নারী ৪টি সন্তান জন্ম দেয়। কিন্তু জন্মের কিছুক্ষণ পরেই তার চার সন্তান মারা যাওয়ার কারণে সুমাইয়া অঝোরে কাঁদতে থাকেন। তার কান্নায় ভারী হয়ে উঠে হাসপাতাল এলাকা।
সুমাইয়া রাজবাড়ী পৌরসভার ভবানীপুরের এলাকার রানার স্ত্রী। তার একসঙ্গে দুই ছেলে ও দুই মেয়ে হয়েছিলো।
গতকাল ১৩ই আগস্ট রাজবাড়ী আধুনিকৃত সদর হাসপাতালে এসব শিশু জন্ম নেয়। কিন্তু জন্মের পরপরই তারা মারা যায় বলে নিশ্চিত করেছে হাসপাতালের কর্তৃপক্ষ।
হাসপাতাল সূত্রে জানা গেছে, সুমাইয়া আক্তারের প্রসব ব্যাথা উঠলে তার পরিবার গত বৃহস্পতিবার রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে আসে। এ সময় তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে গাইনী ওয়ার্ডে ভর্তি করা হয়। আজ শুক্রবার তার প্রসব ব্যাথা বেড়ে গেলে দুপুরে তার সিজার করা হয়। এ সময় তার দুইটি ছেলে ও দুইটি মেয়ে বাচ্চা জন্ম হয়। কিন্তু জন্মের ৫ থেকে ২০ মিনিটের মধ্যে সবগুলো বাচ্চা মারা যায়।
হাসপাতাল সূত্র থেকে আরও জানা যায়, শিশুগুলো অপরিপুষ্ট ছিলো। প্রত্যেকটি বাচ্চার ওজন ৫০ থেকে ৬০ গ্রাম ছিলো। তবে ওই গৃহবধু এখন সুস্থ আছেন এবং হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
গৃহবধুর স্বামী রানা বলেন, সুমাইয়া ৫মাসের গর্ভবতী ছিলো। প্রসব ব্যাথা উঠায় তার সিজার করা হয়। দেড় মাস আগেও সে একটি মৃত বাচ্চা প্রসব করেছিলো।
রাজবাড়ী জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ দীপক কুমার বিশ্বাস বলেন, বিষয়টি আমি শুনেছি। সুমাইয়া গতকাল হাসপাতালের গাইনী ওয়ার্ডে ভর্তি হয়েছিলো। আজ তার প্রসব ব্যাথা বেশি হলে তাকে সিজার করলে একসঙ্গে ৪শিশু সন্তান জন্ম হয়। কিন্তু ২০ মিনিটের মধ্যে ৪শিশুই মারা যায়। তবে সুমাইয়া সুস্থ্য আছে। বাচ্চাগুলো অপরিপুষ্ট ছিলো তাই তারা মারা যায় বলে তিনি জানান।