ঢাকা বুধবার, মে ১, ২০২৪
রাজবাড়ীতে নতুন আরো ১৯জনের করোনা শনাক্ত
  • স্টাফ রিপোর্টার
  • ২০২১-০৮-১৬ ১৬:০৫:১৫

রাজবাড়ী জেলায় একদিনে নতুন করে আরো ১৯ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৯ হাজার ৯ শত ৪৫ জন। 

  গতকাল ১৫ই আগস্ট রাতে রাজবাড়ীর সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইব্রাহিম টিটন বলেন, র‌্যাপিড অ্যান্টিজেন্টের মাধ্যমে ১২৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। তার মধ্যে ১৯ জনের করোনা পজিটিভ। এর মধ্যে সদর উপজেলার ৯জন, পাংশার ২জন, কালুখালীর ১জন, বালিয়াকান্দির ২জন ও গোয়ালন্দ উপজেলার ৫জনের শরীরে করোনা শনাক্ত হয়। 

  উল্লেখ্য, গত ২০২০ সালের ৭ই এপ্রিল রাজবাড়ী জেলাতে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। তারপর থেকে গতকাল ১৬ই আগস্ট পর্যন্ত এ জেলাতে মোট করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ৯ হাজার ৯ শত ৪৫ জন । তার মধ্যে সুস্থ হয়েছেন ৮ হাজার ৫ শত ৬৫ জন। মৃত্যু হয়েছে ৭৮ জনের।

  করোনা শুরু থেকে গতকাল ১৬ই আগস্ট পর্যন্ত ৩৬ হাজার ৩ শত ৫৫ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়। তার মধ্যে আরটি পিসিআরে ২৫ হাজার ৬ শত ৪০ জনের এবং র‌্যাপিড অ্যান্টিজেন্টের মাধ্যমে ১০ হাজার ৭ শত ১৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তার মধ্যে ৯ হাজার ৯৪৫ জন করোনায় আক্রান্ত বলে শনাক্ত হয়।

  করোনায় আক্রান্ত রোগীদের মধ্যে হোম আইসোলেশনে চিকিৎসাধীন আছে ১হাজার ২ শত ৬৬ জন। হাসপাতালে ভর্তি আছে ৪৪ জন।

বিশ্ববিদ্যালয়ে চান্স না পেয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে রাজবাড়ীতে নদীতে ঝাঁপ দিয়ে তরুণীর আত্মহত্যা
রাজবাড়ীতে ভূমি ব্যবস্থাপনা  বিষয়ক প্রশিক্ষণের সমাপনী
রাজবাড়ী-ভাঙ্গা-ঢাকা-রাজবাড়ী রুটে নতুন কমিউটার ট্রেন
সর্বশেষ সংবাদ