রাজবাড়ীর পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান গতকাল ২৪শে আগস্ট পাংশা মডেল থানা বার্ষিক পরিদর্শন করেছেন।
জানা যায়, পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান গতকাল মঙ্গলবার সকাল পৌনে ১১টায় পাংশা মডেল থানায় পৌঁছিলে অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মাদ মাসুদুর রহমান তাকে ফুলেল অভ্যর্থনা জানান। এরপর পাংশা মডেল থানার পুলিশ তাকে গার্ড অব অনার প্রদান করে। বার্ষিক পরিদর্শনকালে পাংশা মডেল থানার আইন-শৃঙ্খলা পরিস্থিতিসহ সার্বিক কর্মকান্ডে সন্তোষ প্রকাশ করেন পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান।
সকাল পৌনে ১১টা থেকে দুপুর পৌনে ১টা পর্যন্ত পাংশা মডেল থানায় ২০২১ বার্ষিক পরিদর্শন কার্যক্রম পরিচালনা করেন তিনি।
এ সময় সিনিয়র সহকারী পুলিশ সুপার(পাংশা সার্কেল) সুমন কুমার সাহা, পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান, নবাগত ইন্সপেক্টর(তদন্ত) উত্তম কুমার ঘোষসহ থানার অন্যান্য পুলিশ অফিসার ও ফোর্স উপস্থিত ছিলেন।