ডিবি’র অভিযানে রাজবাড়ী শহরের বিসিক এলাকা থেকে ৪ গ্রাম হেরোইনসহ শাজাহান মিয়া(২৬) নামে এক ব্যক্তি গ্রেফতার হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ১৪ই সেপ্টেম্বর বিকালে রাজবাড়ী ডিবি পুলিশের একটি টিম অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত শাজাহান মিয়া রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের আলাদীপুর গ্রামের মৃত শুকুর মিয়ার ছেলে।
রাজবাড়ী ডিবির ওসি প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোজাম্মেল হক ও এএসআই মফিজুল ইসলামসহ ডিবি’র একটি টিম অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। উদ্ধারকৃত হেরোইনের মূল্য ৪০ হাজার টাকা।
এ ঘটনায় গ্রেফতারকৃত শাজাহান মিয়ার বিরুদ্ধে রাজবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।