রাজবাড়ীতে ডিবি পুলিশের অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ মানিক খাঁ (৪০) নামে এক মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী ডিবি পুলিশের একটি দল গত ২০শে সেপ্টেম্বর রাত ১০টার দিকে জেলা শিল্পকলা একাডেমীর সামনে থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মানিক খাঁ রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের মাটিপাড়া গ্রামের মৃত শুকুর আলী খাঁর ছেলে।
ডিবি’র ওসি প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস জানান, এ ঘটনায় গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মানিক খাঁর বিরুদ্ধে রাজবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।